আমাদের কথা খুঁজে নিন

   

মুসাকে বলছি

মুসা ইবরাহীমের একটা নোট পেলাম, আবিদের মৃত্যুকে নিয়ে লেখা। আবিদ শাহরিয়ার চলে গিয়ে আমাদের কি শেখালেন Click This Link মুসা অনেক বড় মানুষ, আমার মত ছোট মানুষ যদি তার বিপক্ষে কিছু লিখে তাহলে বাংলার সুশীল সমাজ আমাকে ধুয়ে ফেলবে। কিন্তু কিছু কথা একেবারে না বলে পারছি না। যে গরম পড়ছে তাতে সুশীল সমাজ আমাকে ধুয়ে ফেললেও খুব একটা খারাপ লাগবে না। মুসার প্রথম আলো কানেকশন আমাদের অজানা না।

গ্রামীন ফোনের দুনিয়া কাপানো ১০ মিনিট (তথ্যগত প্রমাদ আছে , আদতে ৩০ মিনিট) এর মিডিয়া পার্টনার ছিল প্রথম-আলো। যদি হাসপাতালের মূল গেট বন্ধ করে কিছু হয়ে থাকে তাহলে সেই অপকর্মের অংশীদার প্রথম আলোও বটে। মুসা সেই কথা কেন এড়িয়ে গেলেন আমার বোধগম্য না ! দেশের প্রতি ভালবাসা প্রকাশে শপথ নামের যে ভড়ং হয়েছে সেখানেও প্রথম-আলো ছিল। মুসার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা, সেটা আরো বাড়ত যদি সকল কানেকশনের উর্ধে উঠতে পারতেন। মুসার এভারেষ্ট অভিযানে মাত্রার সহযোগিতা তাকে কৃতজ্ঞতার বাধনে জড়িয়েছে, আমি জানি না রবির এ ধরনের কোন সহযোগিতা কি তাকে আজ এই সত্য কথা বলার মত সাহসী করত কিনা।

মাত্রা কি জানত না তাদের সাথে ২৩-২৪ এর কিছু দুরন্ত তরুন আছে । যারা কিছুদিন আগেও ভার্সিটির পিকনিকে যাবার সময় বাসে উঠিয়ে দিত তাদের বাবা-মা। এদের দিকে খেয়াল রাখার মত বিচার-বুদ্ধি কি কারো মাথায় ছিল না? মাত্রারও কি কোন দায় নেই। মুসা কী বলেন। প্রথম-আলো, জিপি, রবি যারাই সি,এস,আর করুক না কেন আমরা ভয় পাই ! কারন সব কিছু মূলে আছে ব্যবসা।

মুসা আমরা চাই আপনি সত্য বলুন। আপনি আমাদের আইডল। ভেতো বাংগালীকে আপনি সর্বোচ্চ শৃঙ্গের উর্ধ্বে নিয়ে গেলেন, আশা করি আপনি থাকবেন সব পক্ষপাতিত্বের উর্ধ্বে। (কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য না, কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।