আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ট্রান্সপারেন্ট হল কিউবির ফেয়ার ইউজ পলিস( স্কাই এর লিমিট ৩০ গিগা)

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি। পাব্লিকের তুমুল আন্দোলনের পর এবং প্যাদানী খাবার পর অবশেষে নিজেদের ফেয়ার ইউজ পলিসি সম্পর্কে সচ্ছ ধারনা প্রদানে বাধ্য হয়েছে মাল্টিন্যাশনাল ওয়াইম্যাক্স ইন্টারনেট প্রভাইডার কিউবি। ৫১২কেবি এর স্কাই ইস দ্যা লিমিট প্যাকেজ ব্যাবহার করে আপনি ৩০ গিগা পর্যন্ত অনায়াসে ব্যাবহার করতে পারবেন। এরপর মাসের বাকি দিন গুলো আপনাকে ১২৮কেবি স্পিডে চালাতে হবে। অর্থাৎ ২০ দিনে ৬৪কেবি স্পিডে ৩০ গিগা ব্যাবহার করলে পরবর্তী ১০ দিন আপনাকে ১৬ কেবি স্পিডে ব্যাবহার করতে হবে। যথাক্রমে ২০ গিগা ২৫ গিগা ব্যাবহারের পর মেইলের মাধ্যমে অথবা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সময় ঘনিয়ে আসছে। ** তাহলে এই মাসে মাত্র ১৭গিবি ব্যাবহারের পর কেন তারা আমাকে ফেয়ার ইউজ পলিসিতে আটকালো?!! * কেবি কিবি গরমিল করে ফেলি, নিজ দায়িত্বে বুঝিয়া লইবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।