আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে নিজের একটা ব্লগ সাইট খুলেই ফেললাম। সবাইকে আমন্ত্রণ।

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি । ইদানীং মাঝে মাঝেই সামু আর ওপেন হয় না আমার। বিশেষ করে ঠিক যখন কোন দরকারী লিংক কাউকে দিতে হবে। সমাধানের উপায় ভাবতে ভাবতে শ্যাষ। তাছাড়া, অবসর থাকলে পোস্ট করার সময়ও সামুতে কেন যেন ঢোকে না, পরে ভুলে যাই।

তখন মনে হল,অন্য ব্লগারদের লেখা স্ক্রিনশট ছাড়া ত আমার পক্ষে আর জমানো সম্ভব না, অন্তত নিজের লেখাগুলো অন্য কোথাও জমিয়ে রাখি। সেই থেকেই নিজের ব্লগসাইট দাঁড়া করানোর চেষ্টা করছিলাম। ডিজাইনটা বোধহয় সমস্যা না, সমস্যা হচ্ছে সাজানো। যতটুকু পেরেছি, মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছি। যতটুকু ইমেজ ব্যবহার না করলেই না।

কারণ, বাংলাদেশে এখনও অনেক মানুষ গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করছে, যাদের থেকে শুধু আলোই আসে, নেট স্পীড আর আসে না। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্লিজ আমাকে জানাবেন সাইট টা কেমন হল। অন্তত আপনার কেমন লাগল। কোন পরামর্শ থাকলে অবশ্যই দেবেন।

http://wings.rizvanhasan.com/ সাইটটার উপরে একটা ফ্যানপেইজও খুলে ফেলেছি। এখানে লাইক দিলে আমার হাবিজাবি যে কোন লেখা প্রকাশ পাবার পর আপনি ফেইসবুকের মাধ্যমেও জানতে পারবেন। আকাশ_পাগলার-বাংলা-ব্লগ ভাল থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।