আমাদের কথা খুঁজে নিন

   

মৃতুর মিছিল রাস্তায়, আর কত মৃতু হলে টনক নরবে কর্তৃপক্ষের!!

"স্যার গাড়ী চলে আইডিয়ার উপর" উক্তিটি আমাদের অফিসের সবচেয়ে অভিজ্ঞ এবং বুদ্ধিমান ড্রাইভারের!! বুঝুন।এমন আইডিয়ার উপর গাড়ী চলে বলেই প্রতিদিনই স্বজন হারানোর কান্না শুনতে পাই। কোথায় যাবো আমরা? রাস্তায় চলার পথে একটু নিরাপত্তা পাওয়ার কি অধিকার আমাদের নেই? আমার বাড়ির পাশের এক চাচা ছিলেন উনি গাড়ী এক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়ার পর আর যন্ত্রচালিত কোন গাড়ীতে আর ওঠেননি। তাকে নিয়ে বেশ হাস্যরস হয়েছে। সেই কাকা রিকশা আর ভ্যান ছাড়া চলেন না। ঢাকায় এসেছিলেন লঞ্চে, ঢাকায় আসার পর রিকশা ছাড়া এক দন্ডও নরেননি। ওনার গাড়ী ভিতি চোখে পড়ার মতো। আমরা সবাই কি পারবো চাচার মত যন্ত্রচালীত গাড়ী এবয়েড করেতে! প্রায় প্রতিদিনই গাড়ী দুর্ঘটনায় অনেকেই স্বজন হারাচ্ছেন। কিছুদিন আগের ঘটনা এক সচিব তার মেয়ে হারিয়েছিলেন গাড়ী দুর্ঘটনায়, দূর্ঘটনা প্রতিরোধ করতে তিনিও ব্যানার নিয়ে রাস্তায় সরব ছিলেন কিন্তু নিয়তী বড় কঠিন, সেও মার্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রান হারান। আমরা কি এভাবে অকালে মরে যাবো? কারো কি কিছুই করার নেই? ফিটনেস হীন গাড়ী, গতি না কমানো, অনভিজ্ঞ ড্রাইভার, রাস্তায় অসম প্রতিযোগীতা, ড্রাইভিং কালীন মোবাইলে কথা, নেশাদ্রব্য গ্রহন! এগুলো দেখার কি কেউ নাই? গত এক মাস যেন রাস্তায় মৃতুর মিছিল, আর কত কত প্রান চলে গেলে টনক নরবে কর্তৃপক্ষের??!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।