জগজ্জীবনের সকল বন্ধন ছিন্ন করে ওঠে ক্রন্দন। চিরদিনের তরে যেতে হয় জগজ্জীবনের সব ছেড়ে হায়! সকলেই একে একে যাবে জগজ্জীবনের সব ফেলেই তবে । সকলেই অন্তকাল ধরে পড়ে রবে সেই পরপারে। ওখানেই প্রকৃত ঠিকানা এ কথা ভাবেইবা ক’জনা! ইট-পাথরের কতো বাড়ি সম্পদ অনেক কাঁড়ি কাঁড়ি ! সারি সারি কত মজার গাড়ি সুন্দর সুন্দর কতো নারী। এসব প্রবল মায়া বাড়ায় এ সুন্দর - শ্যামল ধরায়। সকলেই গড়ী শৃঙ্খল জীবন মরেও বেঁচে রবো চির জীবন। চাই সরল - সহজ ও স্বাধীন জীবন ও মন-প্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।