আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... প্রিয়সামুতে একটি সুন্দর পোষ্ট এসেছে। সেখানে বাংলা ব্লগ ইতিহাসের সাথে ব্লগারদের বিভিন্ন সফলদিক আলোচিত হয়েছে। কিন্তু একটি বাক্যে তথা একটি লাইনে বর্ণিত কথামালাকে আমি অভিযোগ জানাচ্ছি। পোষ্টদাতা আশা করি ঐ লাইনটি সংশোধন করে নেবে। যা আমার কাছে অত্যান্ত খারাপ লেগেছে।
নিম্নে সেই অংশটি তুলে দিলাম...
'রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট। এইভাবে ট্যাগিং সংস্কৃতিতে ভেসে গেলে বাংলা ব্লগস্ফিয়ারের জন্য তা খারাপ বই ভালো কিছু নিয়ে আসবে না, এটা খুবি স্পষ্ট। খেয়াল করলেই দেখবেন, সামুকে প্রত্যেকেই নিজ নিজ এজেন্ডার ভিত্তিতে ভিন্ন ভিন্ন ট্যাগ করে থাকেন। এক্ষেত্রে সামু যে নিজ নিতীমালার উপর ব্যালেন্স রক্ষা করে চলে, তা বলার অপেক্ষা রাখেনা। '
এখানে 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক' এই বাক্যে ইসলামে ত্রুটি বের করার কথা উল্লেখ করা হয়েছে।
বিন্তু একজন মুসলিমরে কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ ইসলামে কোন ত্রুটি থাকতে পারেনা। আর তা তুলে ধরা তো দূরের কথা। আমি এই বাক্যটির সংশোধন চাই। হতে পারে ধর্মব্যবসায়ীদের জন্য ইসলাম প্রশ্নবৃদ্ধ হচ্ছে কিন্তু এর মানে এই নয় যে ইসলামে ত্রুটি বা ত্রুটি উল্লেখ করবেন। একটি ধর্মের ত্রুটি বের করা মনেই সে ধর্মকে হ্যয় করা যা ব্লগনীতিমালা বিরোধী।
আশা করি পোষ্টদাতা এটি সংশোধন করে নেবনে....
সর্বশেষ সকলের জন্য শুভকামনা রইল...
পোষ্টটির লিংকঃhttp://www.somewhereinblog.net/blog/bunomanush/29796676#c9706805 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।