আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকিকে কে খুন করেছে? জানোয়ার জামাত-শিবির নাকি করেছে শামিম ওসমানের পরিবার????

মহান স্বাধীনতার মাস,জাতির জনকের জন্মের মাস এবং আমার ভাই শহীদ অধ্যাপক হারুনের শাহাদাতের মাস মার্চ। ঘটনাবহুল এই মার্চ মাসের ১৭ তারিখ আজ। অথচ গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের বেতন এখনো পাইনি। অফিসে সাপ্তাহিক মিটিং ছিল গতকাল শনিবার। ইশারা-ঈঙ্গিতে বেতন চাওয়ার অপরাধে আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

আমিও মুখের উপর বলে দিয়েছি পদত্যাগ আমি করবো না। পত্রিকার বড়কর্তারা দরকার হলে আমাকে বরখাস্ত করতে পারেন। তবে আমি তাতে খুশি হয়েই অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবো,সবাইকে কথা দিয়েছি। দেখা যাক আজ কি ঘটে আমার কপালে! তবে সাংবাদিকতাকে আমি নেশা হিসাবেই নিয়েছি,পেশা হিসাবে না। তাই বরখাস্তের চরম হুমকির মুখেও এই ঝুঁকিপূর্ণ সংবাদটি লিখে দিলাম।

নারায়ণগঞ্জে আমার নিস্পাপ মেধাবী ভাই ত্বকিকে নাকি জানোয়ার জামাত-শিবির খুন করেনি,খুন করেছে শামিম ওসমানের পরিবার। কথাটা আমার নিজের না,এমনই অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং শহীদ ত্বকির পরিবার। অভিযোগ যদি সত্যি হয়,তাহলে শামিম ওসমান সাহেবদের বলছি,প্রশাসনের ক্ষমতা নেই আপনাকে গ্রেপ্তার করার,সেটা বুঝি। কিন্তু আল্লাহ্‌র বিচার থেকে আপনাকে কেউ,কেউ রক্ষা করতে পারবে না,ইনশাল্লাহ। সেই সাথে ফাঁসীর দাবীতে আমরা যারা আন্দোলন করছি,তাঁদেরকে বলছি, দয়া করে সাবধান থাকুন জানোয়ার জামাত-শিবির থেকে, একই সাথে সাবধান থাকুন আমাদের নিজেদেরই ঘরের ভিতর লুকিয়ে থাকা কাপুরুষ ঘাতকদের সাথে।

এঁরা জানোয়ার জামাত-শিবির থেকেও অনেক অনেক বেশি ভয়ংকর। এখানে ক্লিক করলেই সরাসরি পত্রিকা থেকে খবরটি পরা যাবে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।