আমাদের কথা খুঁজে নিন

   

ধুঁয়া

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! নিকোটিনের অন্তর্জালের দহন মস্তিষ্কে, তাসের পেটি হাতে অলস সময় আর পানের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমি ভেবেছি ভুলে থাকবো !! ভুলে যাওয়ার চাওয়ারাই আসলে মনে করার খোরাক, সোডিয়ামের নিভু আলোয় নিজেকে মৃত লাগে আমার ঘরফেরা মানুষের সারিতে আমি একজন উচ্ছিষ্ট কারো অপেক্ষা করে থাকা নয় কেবল বাসায় ফিরে একটা কোন প্রিয় মুখ দেখার অদম্য ইচ্ছায় তবু আমি ফিরে যাই একটা পরিচিত ঠিকানায়। এঘর ওঘর করে হাতড়ে ফিরি সারা বাড়ি রাশি রাশি শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে চারপাশে, বারান্দায় বাগান বিলাসের সরবে কেঁদে উঠা টেবিলের উপরে খোলা পরে থাকা রুবায়েত কিংবা ধুলো জমে থাকা তোমার শেষ চিহ্ন আমার কাছে সারারাত একাকিত্বের অবসান। উৎসর্গঃ কাল্পনিক_ভালোবাসা ( একজন ধ্রুপদী মানুষ, জীবনের সবকটা চাওয়া পূর্ণ হোক ভাইয়া ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.