আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকি হত্যার বিচার তাড়াতাড়ি করেন, মানুষরে আর ছাগল ভাইবেন না

...ঘুম সকল রোগের মহৌষধ... ত্বকি হত্যা ধামাচাপা দেওয়ার এত প্রচেষ্টা চলছে কেন?? কেন ন্যায়বিচারের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না??? কারন একটাই, তার দুর্ভাগ্য সে সরকার দলীয় ক্যাডারদের হাতে মরেছে, জামাতের হাতে মরেনি। তবুও যেভাবেই হোক সেই দোষ জামাতের উপরে চাপানর চেষ্টা ব্যর্থ হওয়ার পরে দেশের শীর্ষস্থানীয় সকল পত্র পত্রিকা, সরকারদলীয় নেতারা এখন মুখে কুলুপ এঁটে বসে আছেন। এই নিয়ে ব্লগে ফেসবুকে কোন কথা বলতে গেলেই জামাত শিবিরের এজেন্ট খেতাব লাভ করছেন অনেকেই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমার এক বন্ধু টানা ১৪ দিন শাহবাগে গিয়ে গলা ফাটিয়েছেন (আওয়ামী লিগ শাহবাগি ব্লগারদের পকেটে ঢোকানোর আগ পর্যন্ত)। তিনিও এখন ছাগু খেতাব পেয়ে বসে আছেন।

ওই ১৪ দিনের পরে ভূতপূর্ব শাহবাগ আন্দোলন আর বর্তমান আওয়ামী নাটকে যাওয়ার কোন প্রয়োজনও তিনি ফিল করেন না আর। খুব সুন্দর একটা স্ট্রাটেজি অনুসরন করছে আওয়ামী সরকার। দেশে যাই হোক না কেন, যেভাবেই হোক তারা জামাত/ বিএনপির উপর সব দোষ চাপিয়ে দেয়। পরে ধরা খেলে বা কেউ সত্যি কথা বলে প্রতিবাদ করলে সে "যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করার চেষ্টা করছে" বলে অনলাইনে ছাগু উপাধি, পুলিশের মাধ্যমে নির্যাতন, বা নিজদলের ক্যাডারদের দিয়ে ধোলাই দিয়ে জনগনের মুখ বন্ধ করে রাখছে। আর সরকার দেশে যত অনিয়ম, খুন খারাবি, দুর্নীতি হচ্ছে তা দেখেও এক শ্রেণীর ছাগল আওয়ামী শাহবাগিদের শিখানো বুলির মত "বাংলা পরীক্ষায় ইংলিশ কয়েশ্চেন কেন?" টাইপের বস্তাপচা ডায়ালগ জপ করছে।

দেশের নিরপেক্ষ মানুসের শাহবাগের প্রতি যতটুকু হৃদয়ের সমর্থন ছিল, আন্দোলনের নামে সরকারের পা চাটার এই নিরলজ্জ নাটকের পরে তার ছিটেফোঁটাও আর আছে কিনা সন্দেহ। সরকারের প্রতি উপদেশ, দয়া করে ত্বকি হত্যার পিছনে যারা আছে তাদের আইনের সম্মুখে আনুন, ভুলেও ভাববেন না দেশের একটা মানুশ ও এখন মনে করে ত্বকিকে হত্যার পিছনে আপনাদের ছাড়া আর কারো হাত আছে। দেশের ১৬ কোটি মানুষকে আর কত কাল আপনারা ছাগল ভাববেন, বলেন তো? বঙ্গবন্ধুর সেই বজ্র মতাদর্শেই একটা কথা বলতে চাই, মনে রাখবেন ১৬ কোটি বাঙ্গালিকে এভাবে দাবায় রাখতে পারবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।