আমি শুনেছি আনক নাস্তিক আল্লাহের কাছে সাহাজ্য চেয়ে এবং তার ফল পেয়ে আস্তিক হয়েছেন। এমন পোষ্ট মাঝে মাঝে সামুতেও দেখা যায়। আমি দুইবার চাইলেও পাইলাম না তাই আর আম্তিক হওয়া হল না। ঘটনা দুইটা আপনাদের খুলে বলি....
১। আমার ক্লাস ৭টা থেকে, আমি আফিস থেকে বেরলাম ৬:৩০, বাসে উটলাম ৬:৪০ সে, আল্লাহ কে বল্লাম আমি যদি সময় মত যেতে পারি তাহলে আজ থেকে আমি আস্তিক হয়ে যাব।
আমার যেতে সময় লাগল ৫৫মি: (উত্তরা টু বনানি)। ক্লাস শেষ হওয়ার ৫মি: আগে ক্লাস ঢুকলাম।
২। আর যে ঘটনাটা হল! আমার প্রচন্ড জর হল। রাতে আমি ঘুমাতে পারছি না।
জর এতটা বেশি যে আমি কাপছি। আমাকে চেপে ধরে রাখার মত। না পেরে আল্লাহের কাছে সাহাজ্য চাইলাম! এমন ও বল্লাম, আমার জর যদি ৫মিনিটের মধ্যে সেরে যায়, তা হরে আমি মুসলমান হয়ে যাবো!!!!! কিন্তু আমার জর ২দিনে ও সারল না।
আমি আর আস্তিক ও হতে পারলাম না। ইশ্বর চাইনি তাই . . . .
কেহ এটাকে বানোয়াট ভাববেনা।
এটা সত্য ঘটনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।