আমাদের কথা খুঁজে নিন

   

নিকুন্জ : রিক্সা যেখানে নৌকার বিকল্প [ছবি ব্লগ]

ঘটনা-১ : রাত থেকে বৃষ্টি হচ্ছিল । সকাল বেলা ৮ টার দিকে বাসা থেকে বের হলাম। বাসার নিচে নামতেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি আসে পাশের বাসার আরো কিছু লোক গেটের সামনে থেকে উকি দিচ্ছে। সবাই রিক্সার জন্য অপেক্ষে করছে।

যাদের ছাতা আছে তারাও রিক্সা নামক অতীব গুরুত্বপূর্ন বাহনের জন্য অপেক্ষা করছে। এমন সময় একটা রিক্সা হাজির হল। দেখি পাশের বাসার একজন লোক সেটাকে ভাগিয়ে নিয়ে গেল। আমি আর কি করব। আরেকটি রিক্সার জন্য অপেক্ষা করতে থাকলাম।

কিছুক্ষন পর দেখি ঐ পাশের বাসার লোকটি যে একটু আগে আমার রিক্সা ভাগিয়ে নিয়ে গিয়েছে , সে তার জুতা বগলদাবা করে বিষন্ন মনে ফিরে আসছে। তার সমস্ত শরীরে ময়লা পানি। সব বুঝার পরও জানতে চাইলাম কি হয়েছে। মুখে একরাশ বিরক্তি এনে যা বলল তার সারমর্ম হল- রোডের পাশ দিয়ে যে ড্রেন আছে রিক্সা ওয়ালা সেটি না দেখে তার মাঝেই..... -------------------০০০০০০০০০------------------------- রাজউকের অনুমদিত আবাসিক এলাকা হল নিকুন্জ। এয়ারপোর্ট রোডের এবং বিমানবন্দরের পাশের একটি এলাকা।

খুবই সুন্দর এলাকা। খোলামেলা পরিবেশ এবং বিমান বন্দরের পাশের এলাকার জন্য এখানে বাতাস এর অভাব নেই। ২ বছরে পানি এবং গ্যাসের ও কোন সমস্যা হয় নি। বাসার ছাদের উঠলে পাবেন বিমানবন্দরের অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এ দৃশ্য বাসার জানালা থেকেও দেখতে পারেন।

সব মিলিয়ে কিছুদিনের মাঝেই এই এলাকা ঢাকার মাঝে বসবাসের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এটা তো গেল কেবল পজিটিভ কথা বার্তা । আসুন একটু নেগেটিভ কথা বার্তায় যাই। বর্ষা কালে যদি এখানে আসেন তবে বুঝবেন যে এই জায়গা কি? আর কেন এত সুন্দর লোকেশান হবার কারনেও এখানে ফ্যামেলি ওয়লা লোকজন ভাডা নেয় না কেন। বা ভাডা এত কম কেন।

আর কেনই বা এত সুন্দর , অনেক খরচ করে বানানো বাসা ব্যাচেলর দের কাছে ভাডা দিচ্ছে আমার মনে হয় না এই সব ছবি দেখার পরও কেউ নিকুন্জে আসার ব্যাপারে আগ্রহী হবে। বর্ষাকালে নৌকার ব্যবহার কাছ থেকে দেখি নি। নৌকার বিকল্প হিসেবে রিক্সা ব্যাবহার করে দেখলাম ব্যাপার টা খুব সুখকর না । নৌকা কাজ রিক্সা দিয়ে চালিয়ে সেদিন বাসায় আসছিলাম । এরই মাঝে আপনাদের জন্য কিছু ছবি নিয়ে আসলাম।

বাসার চারদিকে পানি এটা কিন্ত খাল বিল নয় একটি রাস্তা আহারে.... আমি না হয় একটি রিক্সা পেয়েছি তারা কি করবে দোকানে যেতে হয় রিক্সা দিয়ে দোকান থেকে আসতেও হয় রিক্সা দিয়ে একটু পর না বাসায় উঠে যায় বড বড নদীর বুকে যেমন চর জাগে তেমনি বৃষ্টি শেষ হবার ২ /৩ ঘন্টা পর নিকুন্জের রাস্তা জেগে উঠে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.