জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ ডাকযোগে পেয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিরোধীদলীয় নেতাকে দাওয়াতপত্র পাঠানোর এ ধরন নিয়ে বিএনপিতে প্রশ্ন উঠেছে। ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপির কয়েকজন নেতাও বঙ্গভবনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন, তবে তাঁরা অংশ নেননি।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমদ জানান, গত রবিবার দুপুরের দিকে খালেদা জিয়ার নামে সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। কুরিয়ার সার্ভিসে আমন্ত্রণপত্র পাঠানোয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
বিএনপির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ সরকার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কখনো সম্মান দেখায়নি। সম্মাননা অনুষ্ঠানে বঙ্গভবনে ডাকযোগে দাওয়াত দিয়েছে, এতেই অনেক করেছে সরকার। এই সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক নয়। খালেদা জিয়াকে ব্যক্তি হিসেবে চিন্তা করা সরকারের ঠিক হয়নি। বিএনপির চেয়ারপারসন যে সংসদের বিরোধীদলীয় নেতা, তা সরকার হয়তো ভুলেই গেছে।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে সরকার তাঁকে অবজ্ঞা করেছে।
সালেহ আহমদ বলেন, 'রূপসী বাংলা হোটেলে অটিজম-বিষয়ক সম্মেলনের ব্যাপারে কিছু জানি না। তবে রবিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার নামে তাঁর কক্ষে একটি দাওয়াতপত্র পেয়েছি। ওই পত্রে রূপসী বাংলা হোটেলের অনুষ্ঠানের ব্যাপারে কিছু ছিল না। তবে বঙ্গভবনের সম্মাননা অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ ছিল।
' তিনি বলেন, 'আগে দেখেছি সংসদের বিরোধীদলীয় নেতাকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে সরাসরি যোগাযোগ করা হতো। ডেপুটি সেক্রেটারি কিংবা তাঁর সমকক্ষ কেউ আমন্ত্রণপত্র নিয়ে আসতেন। কিন্তু এবার হলো ব্যতিক্রম। ' ডাকে পাওয়া দাওয়াতপত্রটি খালেদা জিয়াকে দেখানো হয়েছে বলে তিনি জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'আমি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম।
তাই আন্তর্জাতিক অটিজম সম্মেলন সম্পর্কে আমি অবহিত নই। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে কি না, তাও জানি না। '
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'বাংলাদেশে আন্তর্জাতিক অটিজম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে আমি দাওয়াত পাইনি। দলের অন্য কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কি না, তাও জানি না।
'
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি রূপসী বাংলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত পাইনি। তবে বঙ্গভবনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। শরীর খারাপ বলে সম্মেলনে অংশ নিতে পারিনি। '
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাতেরও কোনো কর্মসূচি ছিল না। রবিবার রাতে সোনিয়া ঢাকায় পৌছেন।
গতকাল সোমবার রাতে দিলি্লর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
হায় আমাদের দেশ, হায় আমাদের রাজনীতি...অন্য দেশের রাজনীতিবিদদের সন্মান দেখাতে গিয়ে নিজের দেশের রাজনীতিবিদদের এতটুকু সন্মান দেখতে আমরা কুন্ঠাবোধ করি।
আমরা পারি শুধু মুখে বড় বড় কথা আর কাজে অন্যটা।
মূল খবর এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।