আমাদের কথা খুঁজে নিন

   

কচুভর্তা খেয়ে রোযা রাখেন লালমনিরহাটের জেন্না বেগম

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... রাস্তা-ঘাট, বনজঙ্গল আর ক্ষেত খামারে গজে উঠা কচু জেন্না বেগমের নিত্য দিনের খাবার হয়ে দাঁড়িয়েছে। তাই কচুভর্তা খেয়ে রোযা পালন করছেন লালমনিরহাটের এই জেন্না বেগম। অপর দিকে তার স্বামী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছে বলে জেন্না বেগম জানায়। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না সে। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজির চওড়া গ্রামের মরহুম আব্দুল খাঁনের পুত্র মোঃ নামদার খাঁন (৬৫) ছোট বেলা থেকেই নদী-নালা, খাল-বিল থেকে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

বড় করে তুলছেন ৭ ছেলে মেয়ে কে। এখন বয়সের ভারে নুয়ে পড়া নামদার খাঁন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করায় কেউ খোজ রাখছেনা তার। নানা রোগে আক্রান্ত চিকিৎসা করার মতো নেই কোন উপায়। তার একমাত্র ছেলে ও ৬ মেয়ে সন্তান থাকলেও খোঁজ রাখে না কেউ। নামদার খানের স্ত্রী মোছাঃ জেন্না বেগম (দোলনা) (৬০) সাংবাদিকদের জানান চিকিৎসার অভাবে তার স্বামী মৃত্যুর পদযাত্রী হয়ে পরছে কেউ খবর রাখে না।

তাকে নিয়ে আমি মহাবিপাকে পড়েছি। অপরদিকে ঘরে কোন খাবার নেই রাস্তা-ঘাটের ধারে গজে উঠা কচু একমাত্র ভরসা। কচুপাতার ভর্তা খেয়ে রোযা আছেন বলে জানান। সে দুঃখ করে বলেন রিলিফ সিলিফ ভাগ্যে জোটেনা। কেউ তাদের খোঁজ খবর রাখে না।

এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেনঃ জেন্না বেগম তার স্বামীর চিকিৎসার জন্য দেশের সুহৃদয়বান ব্যক্তিবর্গের আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন । সাহায্য পাঠানোর জন্য মোছাঃ জেন্না বেগম গ্রাম,কাজীরচওড়া, ইউনিয়ন,মহেন্দ্রনগর, উপজেলা, লালমনিরহাট সদর জেলা, লালমনিরহাট। এবং মোবাইল ০১৭১৯-০২৭৮০৬ তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.