মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল ক্রমেই কমে যাচ্ছে। সংবাদবিষয়ক ওয়েবসাইট ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মঙ্গলে অবস্থানরত রোভার কিউরিওসিটির পাঠানো তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।
মঙ্গলের বায়ুমণ্ডল হঠাৎ করে কমে যাচ্ছে না। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে যে দুটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের পৃথক প্রতিবেদনে জানা গেছে, বিগত চারশ’ কোটি বছর ধরেই ধীরগতিতে মঙ্গলের বায়ুমণ্ডল কমছে।
অন্যদিকে মঙ্গলে অবস্থানরত রোভার কিউরিওসিটি সরাসরি মঙ্গলের বায়ুমণ্ডলের গ্যাস পরিমাপ করে।
গ্রহটির কঠিন পৃষ্ঠ থেকে নির্গত গ্যাস সাধারণত দুটি ভিন্ন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। যন্ত্রগুলো ভিন্নমাত্রার আইসোটোপের অনুপাত গণনা করে। এছাড়াও উপাদানে সমান মাত্রার প্রোটন আছে কিন্তু ওজনে পার্থক্য রয়েছে এ রকম বিষয়গুলো যন্ত্রটি পরিমাপ করে।
নাসা এর আগেও মঙ্গলের বায়ুমণ্ডলের অবনমন পরীক্ষা করেছে বলে জানা গেছে। সত্তর দশকে মঙ্গলের বায়ুমণ্ডলের গ্যাস পর্যবেক্ষণ করা নাসার একটি বেশ গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল বলেও জানিয়েছে নাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।