আমাদের কথা খুঁজে নিন

   

অগাস্টে আসছে মটো এক্স

টেলিযোগাযোগ পণ্যনির্মাতা মটোরোলার নতুন ফ্লাগশিপ ফোন হিসেবে আসছে মোটো এক্স ফোন। এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, ১ অগাস্ট জনসস্মুখে আনা হবে ফোনটি।
নতুন স্মার্টফোনটি সম্পর্কে আলোচনার জন্য শুক্রবার সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা মোবিলিটি আমন্ত্রণ জানিয়েছিল সাংবাদিকদের।
এই বছরের শুরুর দিকে মটোরোলার সিইও ডেনিস উডসাইড ফোনটির কিছু তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, ফোনটি এর চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকবে এবং সে অনুযায়ী চলবে।

যেমন, ফোনটি যখন গাড়িতে থাকবে, তখন আরামচেয়ারে বসার তুলনায় ভিন্ন আচরণ করবে।
মটোরোলা বিস্তারিত না জানালেও গুজব রটেছে, ফোনটি ভয়েস নির্দেশনা অনুযায়ী চলতে সক্ষম। একটি ১.৭ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর ও একটি ১০ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা রয়েছে এতে।
এটি হবে মটোরোলা ও সার্চ জায়ান্ট গুগলের প্রথম যৌথভাবে নির্মিত ডিভাইস। যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মিত হবে ফোনটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।