নিউজ অব দ্যা ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছে। যে মিডিয়া মোগল একদা প্রবল প্রতাপে চারিদিকে বিচরণ করতেন আজ তাকেও জবাবদিহিতার মুখে পড়তে হয়। শুধু নিউজ অব দ্যা ওয়ার্ল্ড নয়, আড়িপাতার অভিযোগ এসেছে তার অন্যান্য মিডিয়ার ওপরও। এ থেকে অনুমান করা যায় যে, তার সাম্রাজ্য এখন পড়তির দিকে যাচ্ছে। বিশ্বে কেউই একটানা বেশিদিন রাজত্ব করতে পারে না। বিশ্বের এটাই নিয়তি। আস্তে আস্তে নিউ মিডিয়ার মাধ্যমে জনমানুষের অংশগ্রহন বাড়বে। আর তাতে করে আমাদেরকে তথ্যের জন্য তথাকথিত মিডিয়ার উপর নির্ভর করতে হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।