আমাদের কথা খুঁজে নিন

   

অটিজম সম্মেলন, অটিষ্ট নাগরিক বোধ - দলীয় অটিজমের বৃত্তে ভবিষ্যতের অটিষ্ট রাস্ট্র!!!!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... কত খবরই দেখী। আবার ভুলে যাই। অটিজম নিয়ে তেমনি খবর - আগামী সোমবার ২৫ ও ২৬শে জুলাই ২০১১ তারিখে সকাল ১১টায় ঢাকায় হোটেল রূপসীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অটিজম সম্মেলন। এরই ধারাবাহিকতায় ২৭, ২৮ ও ২৯ শে জুলাই অনুষ্ঠিত হবে অটিজম প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে অটিজম আক্রান্ত সন্তানের মা অথবা বাবা, চিকিৎসক এবং অটিজমদের নিয়ে কাজ করছেন শিক্ষক ও সংগঠকদের।

এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেতনাতা বৃদ্ধি, বিভিন্ন দেশের বিশেজ্ঞদের মত বিনিময়, সরকারি ও বেসরকারি উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করা। এর উদ্যেক্তা হিসেবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা.. সায়মা ওয়াজেদ পুতুল >>যুক্তরাষ্ট্রের লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইকোলজিস্ট। ন্যাশনাল এসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্টের সদস্য এবং রিসার্চ বেজড সংগঠন অটিজম স্পীকসের বাংলাদেশের একজন প্রতিনিধি। পুতুল অটিজম নিয়ে দেশে-বিদেশে কাজ করেছে, বিভিন্ন গবেষণামূলক কাজও করেছে। অন্য খবরটি এরই সংশ্লীষ্ট- >>দুদিনের সফরে রাতে ঢাকা আসছেন ভারতের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি সোনিয়া গান্ধী।

অটিজম সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। >>>>অটিজম, অটিষ্ট বেবি.. বিশেষ করে মাই নেম ইজ খানের পর শব্দগুলো বেশ চল পেয়েছে। অন্য কোথাওর খবর জানিনা তবে আমাদের আশাপাশেতো বটেই। যদিও সেই আদিকাল থেকেই বিষয়গুলো দেখে, মুনে নিয়েই আমাদের বেড়ে উঠা তারপরও এই অটিজমের মধ্যে কর্পোরেট আভিজাত্যের যে ছাপ তা এক কথায় অনন্য।

তাতেও আমাদের মতো আমজনতার কোন উত্তেজনা নেই অটিস্ট বেবিদের মতোই। কারণ আমরা স্বেচ্ছা বা অনিচ্ছায় বাধ্যবাধকতা সংক্রান্ত প্রশাসনিক ভীতিরোগে আক্রান্ত! ন্যায্য অন্যায্যতার মাপকাঠি যেখানে দলীয় ভিত্তিতে! মৌলিক মানবাধিকার বা নূন্যতম প্রতিবাদের স্থানটুকুও যেখানে অতংকের ! সেখানে অটিষ্ট নাগিরকের মতো বঁেচ থাকা ছাড়া গতিই বা কোথায়। ভারতীয় কৌটিল্য চাল, আমাদের নতজানুতে শীর্ষতম চলমান সরকার, ভারতের সকল আব্দার পূরণ সহ আন্র্তজাতিক শ্রমবাজারে ধ্বস... এককেন্দ্রিক পররাষ্ট্রনীতির ফলে অন্য সকলের সাথে দূরত্ব, সহ অভ্যন্তরীন রাজনৈতিক চরমাবস্থার বেশীর ভাগ সাম্প্রতিক বিষয়াবলীতে সবারই সব জানা তাই উল্লেখ না করেই বলছি..... দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে আম জনতা যা দেখছে, অনুভব করছে.. তাতে করে আমাদের রাজনীতির অটিজমের উপর একজন বিশেষজ্ঞের নিরব অপেক্ষায় যেন বসে আছে তারা। বাংলাদেশ নামের রাস্ট্রটি অটিষ্ট রাস্ট্রে না পরিণত হয় সেই আশংকাই কুকড়ে আছে সেমি অটিস্ট আম জনতা। এখানে আমাদের নিবিড় পরিচর্যার বড়ই প্রয়োজন।

আমাদের দলীয়/পরিবার কেন্দ্রিক/চামচামি ভক্ত অগনতান্ত্রিক উপায়ে চলমান গণতন্ত্রের নামধারী অটিজম আক্রান্ত দলগুলো কি ভাববে এই বিষয়ে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।