আমাদের কথা খুঁজে নিন

   

অটিজম দিবস

মঙ্গলবার ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, খেলোয়াড়দের জন্য আইসিসির আচরণবিধি ভাঙ্গার অপরাধে আল-আমিনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অপ্রীতিকর ভাষার ব্যবহার ও অঙ্গভঙ্গির কারণে বাংলাদেশের এই পেসারকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

অনাকাঙ্খিত ঘটনাটা ঘটে ম্যাচের দ্বাদশ ওভারে। অস্ট্রেলিয়ার ওয়ার্নারকে বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেয়ার পর আল-আমিনের উচ্ছ্বাসটা ছিল দৃষ্টিকটু। মাঠেই দুই আম্পায়ার সতর্ক করেন তরুণ এই পেসারকে।

ম্যাচ রেফারির মতে এ ধরনের উদযাপন অপ্রীতিকর এবং প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক।

নিজের ভুল বুঝতে পেরেছেন আল-আমিনও। আইসিসির দেয়া শাস্তিও মাথা পেতে নিয়েছেন তিনি। ফলে এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।