এখনো প্রখর শৈশব স্মৃতি ওয়ালে ঝোলানো বাবার ফেল্ট ক্যাপ ক্বদাচিৎ দেখেছি মাথায় শিশুভাবনায় আল্লাহর ক্যাপ কল্পনায় দেখি তাঁহার মুখ । বয়স সাকোঁতে ঋদ্ধ আজ তবুও কি চিনি আল্লাহ ! এখনো স্মৃতিকোষ রোমাঞ্চ মধু গোপনে পাঠানো কাঁচা হাতে লেখা ভীষণ আবেগী চিঠি সেই তো প্রথম স্বাদ মিঠেকড়া ভালবাসা বলে মন ভালবাসি স্রোতে ভেসে বহুদূর আজ তবুও কি জানি ভালবাসা ! এখনো হৃদয় রিনিঝিনি নুপুর আবেগে থরথর কিশোর কিশোরী লুকিয়ে বসে চিলেকোঠায় সেই তো প্রথম শরীরি মায়া ঠোঁটে ঠোঁট রাখা বলে শরীর পেয়ে গেছি সময় চাবুকে পালায় যৌবন তবুও কি বুঝি দেহসাধন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।