উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা ভাবতেও অবাক লাগে যুগ যুগ পূর্বে সুবিধাবাদি নেতা নেতৃরা কি বলেন বা বলেছিলেন, কার বিরদ্ধচারন করেছিলেন, কেন করেছিলেন; কি আদর্শে বিশ্বাসী ছিলেন; কতটুকু আত্নত্যাগ করেছিলেন; পূঁজিবাদ এর কতটা পক্ষে বা কতটা বিপক্ষে ছিলেন, ইতিহাসের দিকে ফিরে তাকালে দারুনভাবে অবাক করনের তথ্য পাওয়া যাবে।
এ রকমই একটি তথ্য সন্মানিত মতিয়া চৌধুরীর বেলায় পেলাম আমি নিচের লিংক এ "বঙ্গশত্রু?"
ঐ সময়ের বিক্ষোপটি আমি জানতাম তৎকালীন জাসদ কর্তৃক আয়োজন করা হয়েছিল। এই লিংকটিতে জানতে পারলাম তৎকালীন ন্যাপ ও এর সাথে নিয়োজিত ছিল।
১৯৭৩ সালের জানুয়ারিতে বিরোধী দল জাসদ আয়োজিত ভিয়েতনাম সংহতি মিছিলে তৎকালীন সরকারী দল আওয়ামী লীগ এর নিয়োজিত বাহিনী গুলি চালালে বেশ কয়েকজন মিছিলকারী নিহত ও হতাহত হন। সারাদেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।
আওয়ামী ক্যডাররা (লিংক এর লেখা অনুযায়ী) ন্যাপ এর প্রেসক্লাবের পেছনে কেন্দ্রীয় কার্যালয়টি জ্বালিয়ে দেয়।
সন্মানিত মতিয়া চৌধুরী ঐ সময় আওয়ামী লীগ এর সন্মানিত নেতার উদ্দেশে কি বলে বিরুদ্ধচারন করেছিলেন, তা এই লিংক এ বলা আছে।
আজ সেই সন্মানিত মতিয়া চৌধুরী আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা। আর জাসদ তার শরীক দল।
বিচিত্র আমাদের রাজনীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।