আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭৩খৃঃ সন্মানিত মতিয়া চৌধুরী কি বলেছিলেন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা ভাবতেও অবাক লাগে যুগ যুগ পূর্বে সুবিধাবাদি নেতা নেতৃরা কি বলেন বা বলেছিলেন, কার বিরদ্ধচারন করেছিলেন, কেন করেছিলেন; কি আদর্শে বিশ্বাসী ছিলেন; কতটুকু আত্নত্যাগ করেছিলেন; পূঁজিবাদ এর কতটা পক্ষে বা কতটা বিপক্ষে ছিলেন, ইতিহাসের দিকে ফিরে তাকালে দারুনভাবে অবাক করনের তথ্য পাওয়া যাবে। এ রকমই একটি তথ্য সন্মানিত মতিয়া চৌধুরীর বেলায় পেলাম আমি নিচের লিংক এ "বঙ্গশত্রু?" ঐ সময়ের বিক্ষোপটি আমি জানতাম তৎকালীন জাসদ কর্তৃক আয়োজন করা হয়েছিল। এই লিংকটিতে জানতে পারলাম তৎকালীন ন্যাপ ও এর সাথে নিয়োজিত ছিল। ১৯৭৩ সালের জানুয়ারিতে বিরোধী দল জাসদ আয়োজিত ভিয়েতনাম সংহতি মিছিলে তৎকালীন সরকারী দল আওয়ামী লীগ এর নিয়োজিত বাহিনী গুলি চালালে বেশ কয়েকজন মিছিলকারী নিহত ও হতাহত হন। সারাদেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।

আওয়ামী ক্যডাররা (লিংক এর লেখা অনুযায়ী) ন্যাপ এর প্রেসক্লাবের পেছনে কেন্দ্রীয় কার্যালয়টি জ্বালিয়ে দেয়। সন্মানিত মতিয়া চৌধুরী ঐ সময় আওয়ামী লীগ এর সন্মানিত নেতার উদ্দেশে কি বলে বিরুদ্ধচারন করেছিলেন, তা এই লিংক এ বলা আছে। আজ সেই সন্মানিত মতিয়া চৌধুরী আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা। আর জাসদ তার শরীক দল। বিচিত্র আমাদের রাজনীতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.