ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন... সাদা-সিধে আর নির্ঝঞ্ঝাট একজন মানুষ ফরহাদ খাঁ। পেশায় সংবাদকর্মী ষাটোর্ধ এই মানুষটা ছিলেন দৈনিক জনতার সিনিয়র সহ-সম্পাদক। সম্পাদনার কাজ করেছেন আরও বহু পত্রিকায়। আত্মীয়, সহকর্মী, প্রতিবেশী সবার কাছে অসম্ভব ভালো আর প্রিয় সরলমনা মানুষটার সুখী ও সচ্ছল পরিবারের প্রতি লোলুপ দৃষ্টি পড়ে তাঁরই কিছু নিকটাত্মীয়র। এক রাতে সুযোগ বুঝে তাঁর নরপিশাচ ভাগ্নে রাজু দলবল নিয়ে ফরহাদ খাঁকে স্বস্ত্রীক নৃশংসভাবে খুন করে। এ ধরনের হত্যাকাণ্ডের পর সচরাচর যা হয়, প্রকৃত খুনিদের আড়াল করতে তৎপর প্রভাবশালি মহল, নামে-বেনামে হুমকি আসছে পরিবারের কাছে। আত্মীয়স্বজনদের মাঝেও দায়সারা ভাব, নিয়তি হেসেবে মেনে নেয়ার পরামর্শ অনেকের! সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ সাংবাদিক ও লেখকের স্বস্ত্রিক খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত খুনিদের খুঁজে বের করা ও দ্রুত ফাঁসির দাবীতে দাবিতে ২৫ জুলাই সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সবান্ধব উপস্থিত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর অনুরোধ থাকলো। সাংবাদিক ফরহাদ খাঁর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনঃ ২৫ জুলাই সোমবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।