ধুর কিউবির সার্ভিস পাই না! তার উপর তাদের কল সেন্টারে ফোন করলে ব্যাম করায় (!)।
অনেক যন্ত্রনার সহ্য করার পর কয়েকদিন থেকে লাগাতার পোষ্ট কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
আমার প্রথম শিরোনাম ছিলঃ
আসেন আমরা সবাই কিউবি কিনি!!!
এই পোষ্টটি দেবার পর তারা আমার সাথে ফোনে কিছু কথা বলে যার সবটুকুতেই ছিল মিথ্যাপূর্ণ তা নিয়ে আরএকটি পোষ্ট দেই।
কিউবির মিথ্যাচার!!! (আসেন আমরা সবাই কিউবি কিনি!!! - ২য় পর্ব)
এর পর বিভিন্ন ব্লগে যারা কিউবি নিয়ে পোষ্ট দিচ্ছেন তাদের পোষ্টে কমেন্ট এবং সবার সাথে লিংকগুলি শেয়ার করতে থাকি।
এর মধ্যেই জানতে পারি যে ঢাবির কিছু ভাই নাকি টিএসসিতে কিউবির গাড়ী ভাংচুর করছে্।
তার পোষ্টে গিয়েও কমেন্ট করি।
TSC তে কিউবির গাড়ি ভাংচুর!
এর মধ্যে ব্লগে আসে আরও কিছু পোষ্ট। তাতেও কমেন্ট করি।
ভাইয়া আপুরা আমারে একটু শান্তনা দেন (প্রসঙ্গ QUBEE)
পরে এর প্রতিটি পোষ্ট আমি ফেসবুকে তাদের ফ্যান পেইজে পোষ্ট করতে থাকি। প্রথমে লিংকগুলি ডিলিট মারে।
এরপর আমাকে সোজা আউট।
হাল ছাড়িনাই। অন্য একজন ব্লগারের সাথে শেয়ার করলাম। তিনি আবার লিংকগুলি ফ্যান পেইজে পোষ্ট করা শুরু করেছেন।
যদিও পোষ্ট দেবার কিছু পরপরই তারা তাও ডিলিট মারছে।
দেখা যাক কি হয়। হয় ভাল সার্ভিস দিবে, নাইলে মডেমের টাকা ফেরত দিবে। নাহলে লাগাতার পোষ্ট চলতে থাকবে।
সবাইকে কিউবির প্রতারণা থেকে বাচাঁতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।