ধর্ষণের ঘটনা যেন দিন দিন বেড়েই চলছে। প্রেমিক, সন্ত্রাসী, স্কুল-কলেজের শিক্ষক, এমনকি শ্বশুর দ্বারাও ধর্ষিত হচ্ছে শিশু, মেয়ে এবং গৃহবধূরা। কেউ বলছে আবার কেউ সামাজিক প্রেক্ষাপট কিংবা হুমকির চাপে বলতে সাহস পাচ্ছে না। ২০ জুলাই কু...ম বেগমকে (২৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাকির হোসেন (৩২) এবং প্রতারণা ফাঁদে সর্বস্ব খুইয়ে আজ সে এবং তার পরিবার বিচারের আশায় প্রশাসনের শরণাপন্ন হয়েছে।
পুলিশ হণ্যে হয়ে খুঁজছে ধর্ষক ও তার সহযোগীদের।
এদিকে নির্যাতনকারীদের মামলা প্রত্যাহারের হুমকি-ধমকিতে চরম আতঙ্কে আছে ধর্ষিতা ও তার পরিবার। স্বামী, সন্তান নিয়ে সুখেই কাটছিল কু...মের দিন। সে ঢাকা ডায়মন্ড ইসলামিয়া মাল্টিপারপাস কোম্পানিতে কাজ করে। স্বামী আরশাদ করেন পেইন্টিংয়ের কাজ। একটু স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার তাগিদে দিন-রাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করত তারা।
মো. নাসির উদ্দিনের লম্পট ছেলে জাকির তা হতে দিল না। জাকির রাজধানীর ৯০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী মুন্সির গাড়িচালক। ঘটনার দিন ২০-০৭-১১ আনুমানিক ৭টার সময় জাকিরের ফোন থেকে কল আসে কু...মের মোবাইলে। জাকির বলে, ‘বোন, লোনের ব্যাপারে আপনার সাথে কথা বলতে হবে। আগামীকাল আমি ঢাকার বাইরে যাব বিধায় কথাটা আজই বলা জরুরি।
’
একজন গ্রাহক বাড়লে একটু পয়সা আসবে, সেই আশায় কু...ম তার ডাকে সাড়া দিয়ে রাতেই প্রথমে যায় জুরাই আলম ডেকোরেটরের সাথে জাকিরের মিষ্টির দোকানে। সুকৌশলে জাকির কু...ম’কে বলে, ‘আমার আরও কিছু কাগজপত্র আছে, যা আপনাকে দেখাতে হবে। চলুন, একটু বাসায় যেতে হবে। ’ কু...ম আগামীকাল আসব, বললে জাকির নানা টালবাহানা এবং ঢাকার বাইরে যাওয়ার অজুহাত দেখিয়ে ফুসলে নিয়ে যায় তার বাসা ১৬০/২ পশ্চিম ধোলাইপাড়, আলী হোসেন সাহেবের ৬ষ্ঠ তলা ভবনের নিচতলায়, দক্ষিণ পাশের মেইন দরজাসংলগ্ন পূর্ব দিকের রুমে যেখানে কু...ম ধর্ষিত হয়।
অবশেষে জাকির টিভি ছেড়ে দিয়ে সাউন্ড বাড়িয়ে টিভি রাখার জায়গার আশপাশে কী যেন খুঁজতে থাকে।
আপ্যায়নের জন্য সে টেবিলের ওপর রাখে ২টি টাইগার ড্রিংকস, চানাচুর ও দুটি মিমি চকলেট। কু...ম খেতে না চাইলেও জাকিরের অনুরোধে সে প্রথমে চানাচুর খায়। চানাচুর খেয়ে ঝাল লাগলে পানির পরিবর্তে আগেই নেশামিশ্রিত টাইগার পান করে। একপর্যায়ে কু...ম অচেতন হয়ে পড়লে তাকে নিয়ে জাকিরসহ অনুমেয় আরও কিছু সহযোগী রাতভর তার ওপর চালায় নির্যাতন।
কু...মের স্বামী আরশাদ আলী সারা রাত স্ত্রী ফিরে না আসায় হণ্যে হয়ে এদিক-সেদিক খোঁজাখুঁজির পর ২৭-০৭-১১ তারিখে সকাল ৭টায় এক রিকশায় কু...মকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধর্ষণের বিষয়ে সন্দেহ হলে শ্যামপুর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩-এর ৯(৩)/৩০ ধারায় মামলা হয়। মামলা নং-১৪, তাং-২১-০৭-২০১১ ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারলেও গ্রেফতারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, অভিযোগ উঠেছে ধর্ষণ মামলাটি তুলে নেওয়ার জন্য স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা ধর্ষিত ও বাদীকে হুমকি-ধমকি দিচ্ছে। আবার কিছু নেতা মীমাংসার কথা বলে কলা-রুটি খেয়েও তার টাকা পরিশোধ করাচ্ছে বাদীকে দিয়ে।
আলাপকালে বাদী ও তার স্ত্রী জানান ‘ভাই, কিছু লিখবেন না। আমরা গরিব মানুষ। খেটে খাই। ওরা আমাদের বাঁচতে দেবে না, মেরে ফেলবে। মামলা করেও এখন বিপদে পড়েছি।
বউ-বাচ্চাদের জীবন বুঝি আর বাঁচানো যাবে না’ বলেই সে হাউমাউ করে কেঁদে ওঠে। তবে এই ধর্ষণ নিয়ে একশ্রেণীর বাণিজ্য যে তুঙ্গে তা বাদীর সঙ্গী ও লোকজন জানান। ধর্ষকের পক্ষ নিয়ে কোনো কোনো নেতা নাকি বাদীকে টাকা-পয়সা দিয়ে দফারফার প্রস্তাব দিচ্ছে, নয়তো দেখে নেয়ারও হুমকি দিচ্ছে বলে তারা জানান। ধর্ষণের ব্যাপারে জাকিরের সাথে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
‘ধর্ষিত হয়েও যদি আমি বা আমার পরিবার মামলা করে দুশ্চিন্তায় ভুগি তাহলে মামলা করেইবা কী লাভ, তার চেয়ে আত্মহত্যা করাই ভালো’ বলে জানান কু...ম।
ক্ষোভে উপস্থিত জনতা জানান, আমরা ধর্ষণের কারণে আর কোনো মা-বোনের আত্মহত্যার ফলে নীরব, নীথর দেহ দেখতে চাই না। চাই সুষ্ঠু বিচার। দফারফা কিংবা কোনো বাণিজ্যই নয়, আইনের সুষ্ঠু ব্যবহার দোষীদের শাস্তি হোক, এটাই সবার দাবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।