আমাদের কথা খুঁজে নিন

   

অদাহ্য হৃদয় পোড়ে

সব কিছু চলে যাচ্ছে নষ্টদের অধিকারে দু’হাতে স্বপ্ন সরাতে সরাতে এগিয়ে যায় সে তার পায়ে লুটিয়ে পড়ে জোৎস্নার অন্ধকার লাবণ্য উপচে পড়ে জোৎস্নার দীপ্তিতে সরল রেখা হয়ে যায় জীবনের জটিল কম্পোজিশন সে সন্ধ্যামালতীর মালা গাঁথে তাঁর চোখের পল্লবে নাচে নীল তারার বুটিদার আকাশ এবং হঠাৎ পূর্ণ চাঁদ ভেঙ্গে-ভেঙ্গে দ্বি-খন্ড ত্রি-খন্ড চতুর্খন্ড অতঃপর চৈত্রের পাতা ঝরার শব্দ তার চোখে ভাসে গান্ধারীর শতসন্তানের মৃত্যুশোক স্মৃতিদীর্ণ ট্রয় তার কাঁধে রাখে হাত। অদাহ্য হৃদয় পোড়ে, পোড়েনা ভালোবাসা তবু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.