আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাছবিতে দূরারোগ্য ব্যাধির অভাবনীয় চিকিৎসা পদ্ধতি

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... । চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়া সারাদিন পত্রপত্রিকায় অনেক খবরই পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ মূলতঃ একই ধরনের। কি সেইটা ??? ডাক্তারদের অবহেলা। তবে কোনোদিন শুনিনাই নার্সদের অবহেলায় রোগির মৃত্যু হৈছে,মনে হয় নার্সরা অবহেলা করেন না ।

সে যাই হোক, বাংলা ছবির চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হৈছে। এখানে ডাক্তার কোনো রোগের চিকিৎসায় ব্যর্থ হৈলে গৃহপালিত নার্স তাকে সুস্থ কৈরা তুলার এক মহৎ পদ্ধতি আবিষ্কার করছেন। বৈলা রাখা ভালো,এই নার্স কোনো প্রশিক্ষনপ্রাপ্তা নার্স বা সেবিকা নন,তবে প্রশিক্ষন কিসে পাইছেন তা নিচের ভিডিওখানা দেখলেই বুঝা যাইবো। আরেকটা জিনিস বলা দরকার,দুনিয়াতে যে কোনো রোগই এফডিসিতে সারে, আর তা সারে ব্যতিক্রমধর্মী উদ্ভাবনী চিকিৎসার মাধ্যমে,শুইয়া বইসা আপনি যেকোনো রোগ সারাইতে চাইলে এফডিসিতে যোগাযোগ করেন ( স্টিভ জবস ব্যাডায় যে ক্যান লিভার ক্যান্সারের চিকিৎসাটা এফডিসিতে নিলোনা ..... )। এত কথার কাম নাই,বাংলা ছবির চিকিৎসা-ব্যবস্থা দ্যাখেন।

বি.দ্র. দূর্যোধন বিশ্বাস করে ব্লগ ব্যবহারকারী সকলের মানসিক বয়স ১৮ বা তদুর্ধ। কেউ যদি নিজ নিজ শিশুকে এই ভিডিও দেখাইতে আগ্রহী হন,তবে তার দায়ভার সম্পূর্ন উক্ত ব্লগারের। এছাড়া জনস্বার্থে উন্নত চিকিৎসার নিমিত্তে সকলেরই এই ভিডিও দেখা জরূরী বলিয়া দূর্যোধন বিশ্বাস করে। দূর্যোধন হিটাকাংখিও নয়। সুতরাং হেডলাইনে ১৮+ ট্যাগ যুক্ত করা হইলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.