তখন জানালার ভাঙা কাচ গলে যে বিশুদ্ধ বাতাসে ঘর ভরে গেলো আর উচ্ছ্বল পাখি সব সারাদিন অন্তর্হিত হয়ে সেই তখন পুনঃরায় ফিরে পেলো নাগরিক সাচ্ছন্দ্য, অস্তিত্ব জানান দেবার উৎকৃষ্ট সময়; কেননা তখন সকাল আর তাদের ব্যস্ততা জনান্তিকে ঠেলে দেয় মঞ্চের অধিপতি আর সবাইকে। তখন তাদের কন্ঠ তীক্ষè হয়ে ওঠে কর্কশ যা অন্য সময় সেই কাকের কন্ঠ থেকেও তখন অপূর্ব সুরলহমার সঙ্গীত বেজে যায়। সেই তখন নতুন জন্ম হলো যে মানুষের, এর আগেও হয়েছে বহুবার, দেয়ালে টানানো রবীন্দ্রনাথ গলে দৃষ্টি তার নিবদ্ধ হবে না ছাইরঙা ধূসর ব্যাকস্ক্রীনের সামনে দাড়ানো সবুজে! কিংবা উদ্দীপ্ত পাখিদের সময়ে রাস্তার কুকুর অকস্মাৎ গ্রীবা উঁচু করে এলে ভীত হবে না সে আর একবার! অন্তত একদিন সেই সময় সকালে নবজন্মা মানুষ ফেলে আসা বসন্ত-শ্রাবণ এর কথা ভাবে নতুন জন্ম যে পুনঃ পুনঃ মৃত্যুর পর হঠাৎ ফিরে আসে আর মৃত্যু সব যে কেবল হারানো অতীত সে সব নিজে সে জানে, তবু মৃত্যুর পর এই নতুন জন্ম তাকে আশন্বীত করে, স্বপ্নভূক সংখ্যালঘু তারপরও এটুকু ভুলে যায় না নর্দমার জলে আকাশ, সে যতই স্বচ্ছ হোক না কেন তা পঙ্কিল থেকে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।