আমাদের কথা খুঁজে নিন

   

সহায়তে চেয়ে পোস্ট। কারো খারাপ লাগলে দুঃখিত...

মাঝে মাঝে কিছু ভালো লাগে না আবার মাঝে মাঝে কী যে ভালো লাগতেসে তাও বুজতে পারি নাহ বাসার পিসিটা অনেক দিনের পুরানো। তাই এখন নতুন একটা ল্যাপি কিনতে কিনতে চাই। কিন্তু কোনটা কিনবো বা কোন ব্রান্ড ভালো হবে বুঝতেছি নাহ। একাডেমিক কাজের জন্য spss শিখতে হবে। ডেস্কটপে তা করা যাবে না।

কারন বেচারার হাপানি রোগ আছে। চতুর মাত্রার পেন্টিয়াম যার RAM 128 MB. খুব কষ্ট করে বেঁচে আছেন তিনি। spss কেন অফিস খুলতেই কোমায় চলে যান তিনি। তাই ল্যাপি দরকার একটা। নিজে নিজে ফটোশপ ফাইভ এর কিছু কাজ শিখেছিলাম যা খুবই সামান্য।

এখন ইচ্ছা আছে তার থেকে আপডেট ভার্সন গুলাতে কাজ শেখার। নিজের এ কটা মডেল পছন্দ হয়েছে। ডেল ভস্ট্রো ৩৪৬০ (i 5 3230- 4GB RAM-14"- graphics nvdia 1GB) . কিন্তু পরিচিত অনেকেই বলছে ডেল রাফ ইউজ এর জন্য ভালো হবে নাহ। তাহলে এই গাঠনিক গুণাবলির অন্য ব্রান্ড কোনটা কিনা যায়? hp 444os মডেলটা ভালো লাগে কিন্তু তাতে ডেডিকেটেড গ্রাফিক্স নাই। এড করে নেওয়া যাবে কিন্তু ৫হাজার বেশি লাগবে।

তা ছাড়া lenovo বা asus কেমন হবে। অথবা তাদের এমন কোন মডেলের নাম জানাবেন যা আমার বাজেট ও চাহিদা পূরণ করবে। সংসদ থেকে ল্যাপি কেনার বিল বাবদ ৫০হাজার বরাদ্দ হয়েছে। এই বেপারে সহায়তা চাই। কোন রকম বড় ধরনের গেমস খেলা হবে না।

নেট ব্যবহার আর গ্রাফিক্সের কাজ শেখা ও করার জন্যই মূলত কিনতে চাই। ধন্যবাদ কষ্ট করে সময় দিয়ে পড়ার জন্য। আপনাদের মতামত ও পরামর্শ আশা করছি। কেউ বিরক্ত হলে ক্ষমা করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.