---- চিন্তিত! আমি অনেক অনেক আগে থেকে সামুর একজন নিয়মিত পাঠক। ব্লগারদের নানা রকম পোষ্ট দেখে আমার নিজের ভালো লাগা বা মন্দ লাগা অথবা উৎসাহের জন্য মন্তব্য করতে ইচ্ছা হয়। আর সেজন্য ব্লগে রেজিষ্টেশন করি। আমি মনে হয় না অন্যদের মত ভালো করে লিখতে পারবো তারপরও কিছু কথা শেয়ার করার জন্য আজ লিখলাম।
আমি নিয়মিত ব্লগে যা যা দেখি এবং যে সকল ঘটনা সত্যি সত্যি ঘটছে সেগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি।
আমি সামু সর্ম্পকে পরিচিত সবাইকে আগেই বলেছি। কিন্তু বিভিন্ন ঘটনা আলোচনার সময় আমার আশেপাশে আমার অপরিচিত যারা থাকে তারা এমনভাবে তাকিয়ে আমার কথা শোনে যে দেখে মনে হয় যে এই একটু আগে আমি গাঁজা খেয়ে এসেছি। মাঝেমাঝে বিভিন্নি মন্তব্যও শুনতে হয় যেমন - সবই মিথ্যা-বানোয়াট কথা বলছে ছেলেটা, ভালো রাজনীতি করা শিখে ফেলেছে, মানুষের বদনাম করতে ভালোই তো লাগে অথবা ব্লগারদের বিভিন্ন মজার কমেন্ড শুনে বলে খারাপ ছেলেমেয়েদের ব্লগ - ইত্যাদি ইত্যাদি।
আমাদের দেশের সব মানুষই সমাজের বিভিন্ন অপরাধ, ক্ষতিকারের কারন, নৈতিক অবক্ষয়, রাজনীতি ও দেশের দুরবস্থা সবকিছুই সর্ম্পকে অল্প হলেও কিছু না কিছু জানি। কিন্তু সবাই মনে হয় একটা-ই কথা ভাবছি, তা হলো - যা হবার হোক, চিন্তা করে কি হবে? আমি তো ভালোই আছি।
আমার নিজেকে নিয়ে চিন্তারই তো শেষ নাই। আর আরেকটা কথা - আমাদের সবারই পছন্দের রাজনৈতিক দল রয়েছে। তারা খারাপ কিছু করলে আমরা বিশ্বাস করতেই চাই না, প্রতিবাদ তো দূরের কথা।
আমরা বেশির ভাগ মানুষ নিজের পছন্দের উপরেই চলি। সত্য-মিথ্যা বা ভালো-খারাপ যাচাই করি না।
আমরা কি এত কিছু দেখে শুনে বোঝার পরেও নিজেদের অবস্থার উন্নতির জন্য একটু চিন্তা করতে পারিনা। যে চিন্তার মাধ্যমে আমাদের চারপাশের এতো এতো সমস্যার সমাধানের উপায় বের হবে। আমরা বের করবো এমন কাউকে যাকে দিয়ে আমাদের অবস্থা একটু উন্নতি হবে। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।