ছলনারাশি খোলস খুলে -প্রান্তিক জসীম ভেবেছি সকল ঘৃণা, দু:খগাঁথা দিয়ে দেব ফেরৎ যে আমাকে ভালবেসে দিয়েছিলো এসব একদিন ! অন্ধকারের প্রতিশব্দ , ছায়া-মায়া মৃতরাত্রি অস্তাচল সূর্য, বিষণ্ন বিকেল, প্রলুব্ধ বন্ধন আর মায়ামৃগ সম্প্রীতি সব দিয়ে দেব তাকে যে আমাকে ভুলিয়ে-ভালিয়ে একদিন দিয়েছিলো হৃদয়ের পকেট ভরে ভেবেছি সব ফিরিয়ে দিয়ে হয়ে যাবো ভবঘুরে তারপর আমি সাম্যকথা নিয়ে ছলনারাশির খোলস খুলে নামবো পথে ঘুরে বেড়াবো ছায়াঘেরা বনপথে আগন্তুক যাবো জনেজনে মানুষের কাছে শুধু সঙ্গে নেব পানিপাত্র আর অরূপ এক বন্ধন ! ২১.৭.১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।