আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যে পথ চলা

এক বহতা নদীর কলধ্বনি শুনছি নিশিদিন কি আষাঢ়ে,কি চৈত্রে, বিরতীহীন । ছুটছে সে অসীমের মাঝে হারিয়েছে কিছু অথবা খুঁজে চলছে। খুঁজে খুঁজে ক্লান্তিতে ঘুমঘোর দুচোখে-- সাগর যদি তার শেষ ঠিকানা হয় তবেই সার্থক হবে সেই চলার ভুলে যাবে বিগত কষ্ট আর যন্ত্রনাকে। আমি শূণ্যে একটি ঘর দেখেছি স্বপনে ভিতরটায় ঘুটঘুটে অন্ধকার , একটি সিঁড়ি তার উঠে গেছে উপরে কোথায় শেষ ঠেকেছে জানা নেই । হঠাৎ একটা ছায়া দেখে থমকে যাই যেন আমার হাত দুটো ধরতে চাচ্ছে।

ভয় ভীর করেছে, তবু আশা যদি সাহায্য মিলে এগিয়ে যেতেই ছায়াটি শূণ্যে হারিয়ে গেলো। হাঁটছি তো হাঁটছি এপথ যেন ফুরুবার নয় ভাবি যদি সেই হাতটি বাড়াত আবার ফিরে পেতেম স্বস্তি,কেটে যেত ভয় অন্ধকার জীবনে আসত আলো। ড্রয়িংরুমে ঝুলানো ছবিটাতেও হতাশা চোখে মুখে ভয়ের চিহ্ন, আঘাতটি তার রয়েছে লোকচক্ষুর অন্তরালে গভীর ক্ষতে দাবদাহ -অনল সম। উচ্ছ্বল প্রাণের জাগরুক সুখ কোথাও আছে কি ? হতাশা আর ক্লান্তির পথচলা আমাদের হাঁটছি শূণ্যে, বড্ড একাকী সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.