I always know the ending that is where I start... সমাজ এর একক বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল পরিবার। এই পরিবার থেকেই সকল বিষয়ের উপর শিক্ষা গ্রহন শুরু হয়। কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় পরিবার সম্পূর্ণ দায়িত্ব সম্পন্ন করতে পারে না বলেই শিক্ষা প্রতিষ্ঠান এর সূচনা। পরিবার এ সকল সদস্য এর মধ্যে পিতা যে গুরু দায়িত্ব পালন করত আজ তা শিক্ষক এর হাতে ন্যাস্ত। যদিও আজ আর শিক্ষকরা সেই মানসিকতাই দায়িত্ব পালন করেন না।
আজ তারা কেউ কেউ শিক্ষা বিষয়ক শিল্পপতি! অনেকেই তাই আজ এই মহৎ পেশা কে করেছেন কলুষিত। VNS এর পরিমল এমন এক শিক্ষক যে এই মহৎ পেশা কে করলেন দূষিত! যে শিক্ষকদের পিতার সাথে তুলনা করা হত, সেই শিক্ষক আজ হল পশুর সমতুল্য। আজ এই দৃশ্য হয়ত খুবই সাধারন হয়ে যাচ্ছে। কেননা এই পশুবৃত্তি আজ স্কুল-কলেজ এই সীমাবদ্ধ হইনি, এ ব্যাধি যে ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ব্যাপী। এইডস এর ভাইরাস রক্তে ছড়িয়ে গেলে যেমন পুরো দেহের নিয়ন্ত্রণ ব্যাবস্থা নষ্ট করে দেহকে নিঃশেষ করে দেয়, ঠিক সেভাবেই পশুবৃত্তি আমাদের সমাজের রন্ধ্রে প্রবেশ করে সমাজ কে নিঃশেষ করে দেয়।
এই কি মানবতা? এই কি মনুষ্যত্ব? আজ নদীতে ভাসে দেহ আর ডোবে মানবতা। আজ আমরা শিক্ষিত কিন্তু আমাদের বিবেক কি শিক্ষিত? জাতির বিবেকের কাছে প্রশ্ন? জানি এ চিৎকার, প্রতিধ্বনি হয়ে হয়ত শূন্যতায় হারিয়ে যাবে; তবু আশা বেধে রাখি একদিন হয়ত এ পশুবৃত্তি এর অবসান ঘটবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।