আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৭৫ (পুরানো নতুন সম্পর্ক)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! প্রায়ই আমি সেই পুরানো অভ্যাস মতন সম্পর্ক নামক একটা লম্বা রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করি। একেক রাস্তা ধারে থাকা কিছু পথচারীর সাথে পরিচয় হয়ে যায়। কেউ বন্ধু হয়ে যায় , কেউবা নতুন কোন পুরানোর সম্পর্কের সূত্রের আত্মীয়। এরা সবাই সময়ে সাথে আমার সাথে থাকে। ‍উল্লাস করে, আনন্দ করে, দুঃখ করে।

আবার সময় আসে পুরানো সম্পর্ক থিতু হয়ে আসার, আগের সেই সম্পর্ক আর এগোয় না। আমি থেমে থাকি না। আমি চলে যাই অন্য পথে নতুন কারোর সাথে যদি দেখা হয়ে যায়। আমার এই একলা চলার রাস্তাটা বড় একা আর অপেক্ষাতে থাকে না আমার পা’ দু’টো ফেলে আসা কোন সম্পর্কের আশায়। আমি সেই পুরানো অভ্যাস ধরে ভুলে যাই কে ছিলে তুমি, তোমরা।

১৩ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৭৫/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।