নবীজী সা বলেন সমাজ একটা আয়না , শিশুরা তা থেকে যা দেখবে
তাই শিক্ষা নেবে হে মানব তোমাদের সন্তানদের উত্তম আদর্শ শিক্ষা দাও । হাদিস বায়হকি
নবীজী শিশুদের ভালবাসতেন এবং তাদের নিয়ে খেলতেন ,কৌতুক করতেন ।
ভাল খেলা ধুলা ইসলামে নিষেধ নয় । তাই নিষেধ যা সমাজে তা ঘৃণিত যেমন জুয়া ,মদ , ব্যবিচার , বেপর্দা হয়ে নানা কৌশল ও যাদু টুনা করা ।
নবী পাক সা একদিন নামায রত, মদিনার বেশ কিছু শিশু কিশোর
নবীজীর দরবারে উপস্থিত , তারা নামায রত নবীজীকে ঘিরে
রাখল এবং ছোট শিশু ইব্রাহিম নবীজীকে ঘোড়ার পিট ভেবে
চেপে বসল আবু আয়ুব আনসারই রা রাগান্বিত হলেন ।
নবীজী
ছাহাবা কেরাম কে বুঝালেন,। ওরা শিশু যা দেখবে তাই শিখবে
ওদের আদর করবে এবং উত্তম চরিত্র গ ট নে গড়ে তুলবে ।
আল হাদিস
অতপর নবী পাক সা ওদের নিয়ে কিছুক্ষন খেললেন ,কৌতুক করলেন । বস্তুত নবীজী খেলা ধুলার মাধ্যমে তাদের দ্বীনই শিক্ষা
দিতেন । একটা পয়সার এপিট অপিট যেমন ।
সব কিছুই তেমন
এক কথায় উদ্দেশ্য সৎ হলে কর্ম ভাল হয় আর অসৎ হলে বৃথা ও
হারাম । নাতি ইমাম হাছান রা / ইমাম হুছাইন রা নবীজীর সাথে এমনি ভাবে
খেলা করতেন, খেলা অবসর মুহূর্তের জন্য । টিকা এবাদত বর্জন করে খেলা ধুলা নিষেধ ।
বরং এবাদতের মাধ্যমে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা
সকলের জন্য রহমত ও পুরস্কার প্রাপ্তি ।
শিক্ষার প্রদীপ
নবীজীর আদর্শে এস শিখি দ্বীন
লয়ে তারি সত্য বানী
সত্য সরল পথ চিনি
আধার কেটে হবে জীবন রঙ্গিন ।
শিখি সত্য কথা বলা
যা হবে চরিত্র গঠন
ন্যায়ের নিরিখে এস করি পন
সুন্দর হবে জীবন চলা ।
জয় করি লোভ, হিংসা
দূর করি কুহকের যত অকল্যান
এস শিশুর ফুটাই জ্ঞান
আনি সমাজে শান্তি ও ভালবাসা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।