আমাদের কথা খুঁজে নিন

   

Facebook এ কিভাবে Group Voice Chat করবেন?

আমরা প্রায় সব্বাই Yahoo Messenger ও Skype এ Voice Chat করেছি। এই competitive mobile telecommunication এর যুগে প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা free ভয়েস আড্ডা মারতে কার না ভাল লাগে? এই জন্যই আমরা বেছে নি Yahoo Messenger Voice Chat অথবা Skype. তবে এখন যদি সেই Voice আড্ডাটা হয় আমাদের নিত্যদিনের সবচেয়ে প্রিয় সঙ্গী “Facebook” এ. চরমমমমম ............ তাই না? হুম তাই ... শুধু Voice Chat বললে ভুল হবে। এইখানে আপনি একই সঙ্গে Group Voice Chat + Photo Sharing করতে পারবেন। হইতবা অতি শিগ্রই Room Chat ও চালু হয়ে যাবে। ধন্যবাদ facebook authority কে ... কি কি লাগবে? শুধু লাগবে একটা ভাল মানের Headphone with Microphone. আপনার কি করতে হবে? খুব্বি সহজ এবং ৫ সেকেন্ডের ব্যপার .. এখানে (আগে পুরোটা পড়ুন, তারপর ক্লিক করুন।

এতে কাজটা সহজ হবে। ) "Facebook Voice " ক্লিক করলে Voice Access নামের একটা Facebook Application দেখতে পাবেন ... Secure Login এর মাধ্যমে Facebook কে Voice Access করতে Permission দিন। তারপর যদি আপনার System এ Application টি Support করে তাহলে একটা Activation পেইজ আসবে। “Start” এ ক্লিক করেন। তারপর যথারীতি “Home Page” থেকে “Chat” ট্যাব এর পাশে “Voice” এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল। পেয়ে যাবেন আপনার অনলাইন বন্ধুদের যারা আপনার সাথে Voice Chat করার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.