আমাদের কথা খুঁজে নিন

   

রুমঝুম বৃষ্টির দিনে ছোট্ট একটি ফটোব্লগ / ( © সুমনটোগ্রাফি )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) আজি ঝরো ঝরো মুখোর বাদল দিনে আমি যায় নি আমি যায় নি ক্যামপাসে আমি তো যায় নি .. ঘরে বসে বসে টুকটাক কাজ কর্ম করতে করতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ..... তার ভেতর আবার মাঝে মাঝে সামুর জানালায় উঁকিঝুঁকি ও মারছি ..। কিন্তু ...... এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন .. সারাদিন আমি এইভাবে ঘরের ভেতর বসে থাকি বলে ভাইয়া শুধু মসকরা করে ...। কদিন আগে বলছে " সুমন তুই কিছু ডিম কিনে এনে তাওয়া দিলেই তো পারিস ,, " বাইরে যেতে ভাল লাগে না ,, ধুলাবালি কাদা গাড়ির প্যাকপুক আওয়াজ ,, মানুষের ঠ্যালাঠেলি নানান ঝামেলা .। সেই জন্যেই একটা ক্যামেরা কেনা হলো . ঘরে বসে বসে আর বোরিং হতে হবে না ছবি তোলার প্রাকটিস করা যাবে ..। অবশ্য সেটা শুরুও হয়ে গেছে কদিন আগে থেকেই .। আসেন আপনাদের কয়েকটা ছবি দেখায় গত দুই দিনের তোলা ..... # # # প্রথম তিনটা ছবি পানির ফোটার এবং পরের টা মশার কয়েলের ধোয়া ভাল লাগা / খারাপ লাগা সবই জানিয়েন ..। কোন ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিয়েন ...। যদিও এটা এক্সপেরিমেন্ট ...। আর সব ছবিই তো এক্সপেরিমেন্ট তাই না !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.