আমাদের কথা খুঁজে নিন

   

চার দিনেই জিতল ইংল্যান্ড

মাত্র একটা উইকেটের জন্য পঞ্চম দিনে মাঠে নামার কোন ইচ্ছাই ছিল না ইংল্যান্ডের। তাই দিনের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত ৩০ মিনিট খেলার আবেদন জানান অধিনায়ক অ্যালিস্টার কুক। সেই সময়টাও যেন পারই করে দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার শেষ এই দুই ব্যাটসম্যান জেমস প্যাটিনসন আর রায়ান হ্যারিস। কিন্তু দিনের একেবারে শেষ ওভারে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন গ্রায়েম সোয়ান। প্যাটিনসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে চার দিনেই শেষ করলেন লর্ডস টেস্ট।

২৩৫ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ড পেয়েছে ৩৪৭ রানের বড় জয়।
১৮০ রানের ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলে অস্ট্রেলিয়ার সর্বনাশটা আগেই করেছিলেন ইংলিশ ওপেনার জো রুট। সফরকারীদের হতাশা যে তিনিই আরও বাড়িয়ে দেবেন, সেটা বোঝাই যায়নি। তবে ঘটেছে তেমনটাই।

এবার অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হেনেছেন বোলার রুট। অফস্পিনের ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং ভরসা মাইকেল ক্লার্ক ও উসমান খাজাকে। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়ে এই দুই ব্যাটসম্যানই কিছুটা আশা জাগিয়েছিলেন অস্ট্রেলিয়ান সমর্থকদের মনে। তাঁদের বিদায়ের পরই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার হার।
৫৮৩ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবারও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

স্কোরবোর্ডে মাত্র ৩৬ রান জমা করেই সাজঘরের পথ ধরেছেন শেন ওয়াটসন, ক্রিস রজার্স ও ফিলিপ হিউজ। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাটাই চালিয়েছিলেন অধিনায়ক ক্লার্ক ও খাজা। তাঁদের ঘিরেই হয়তো কিছুটা আশার আলো জ্বলেছিল অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু টানা দুই ওভারে দুজনকেই সাজঘরমুখী করেন রুট। ক্লার্ক আউট হয়েছেন ৫১ করে।

খাজার ব্যাট থেকে এসেছে ৫৪ রান। এরপরই পরিস্কার হয়ে যায় যে ইংল্যান্ডের জয়টা শুধুই সময়ের ব্যাপার মাত্র। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।