এবার হ্যাকারদের কুনজর পড়েছে বিখ্যাত ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এর ওয়েবসাইটের ওপর। গত সোমবার রাতে সাম্প্রতিক সময়ে আলোচিত লুলজ সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপ এমন কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সত্যতা মিলেছে তাদের স্বীকারোক্তির মাধ্যমেই। নিউজ ইন্টারন্যাশনালের অধীন প্রচারমাধ্যম দ্য সান-এর ওয়েবসাইটটি হ্যাক করেই ক্ষান্ত থাকেনি হ্যাকাররা, ছড়িয়েছে বিভ্রান্তিকর তথ্য।
পরশু রাতে দ্য সান-এর ওয়েবসাইটে ঢুকতেই ধোঁকা খেয়েছিলেন বিপুল পাঠক।
সাইটটিতে ঢোকার পরেই তা আপনাআপনি পুনঃনির্দেশিত (রিডাইরেক্ট) হয়েছিল লুলজ সিকিউরিটির টুইটারের অ্যাকাউন্টে। হ্যাকাররা সেখানে একটা বিভ্রান্তিমূলক সংবাদ দিয়ে রেখেছিল। সংবাদের শিরোনাম ছিল—‘মিডিয়া মোগলের দেহাবশেষ আবিষ্কৃত’। খবরের ভেতরে লেখা ছিল, ‘নিউজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রুপার্ট মারডক মারা গেছেন। অতিরিক্ত পরিমাণে প্যালাডিয়াম গলাধঃকরণের ফলেই এই মৃত্যু।
’
পরে ঘটনা গোচরে আসামাত্রই সাইটটি বন্ধ করে দেয় নিউজ ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। ওদিকে লুলজ সিকিউরিটি তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দেয়, ‘সান-এর ভেতরের সব তথ্য হ্যাক করা হয়েছে। ’ কেবল তা-ই নয়, আরেকটি বার্তায় তারা লিখেছে, ‘পারলে গ্রেপ্তার করো আমাদের। থোড়াই কেয়ার করি তোমাদের। আমরা অপ্রতিরোধ্য হ্যাকিং প্রজন্ম...।
’ ঘটনা ঘটে যাওয়ার পর বিস্তারিত কিছু জানায়নিদ্য সান এবং নিউজ ইন্টারন্যাশনাল। তবে তাদের আফসোস যে হয়েছিল, তা প্রকাশ হয়েছে দিনের আলোর মতোই। কারণ, গত সোমবারই ওয়েবসাইট হ্যাক হতে পারে এমন একটা পূর্বাভাস দিয়ে রেখেছিল হ্যাকার গ্রুপটি। সেটা আমলে না নেওয়াতেই শেষমেশ ভুগতে হলো প্রতিষ্ঠানটিকে।
এর আগে এমন ভুগতে হয়েছিল সনি, ফক্স ডট কম, পিবিএস, যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে (সিআইএ)।
গত মাসে হঠাৎ করেই নিজেদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার একটা ঘোষণা দিয়েছিল লাল্জ সিকিউরিটি। কিন্তু সেটা যে স্রেফ ধোঁকা ছিল, তা বুঝতে দেরি হয়নি কারও। এই হ্যাকার গ্রুপটি তাদের সাইবার লুটপাট শুরু করেছিল এ বছরের মে মাসে। শুরুটা হয়েছিল ফক্স ডট কম দিয়ে। অস্ট্রেলিয়ার এই প্রচারমাধ্যমটি লাল্জ সিকিউরিটির বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করেছিল বলেই অমন কোপানলে পড়তে হয়েছিল তাদের।
এক মাস বাদেই বিশাল একটা ধাক্কা খেয়েছিল বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। লাল্জ প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত বিপুলসংখ্যক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়েছিল। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।