বাস্তব জগৎ আর স্বপ্নের সমন্বয়কারী কি যে করব,বুঝতে পারছি না। এমন তো হবার কথা না। মনের সাথে এরকম যুদ্ধ কেন হচ্ছে আমার? লেখাটা জরুরি কোন কিছু,এটা কোন কালেই আমার কাছে মনে হত না। আর লেখার ইচ্ছা না থাকলে লিখতেও বসতাম না। তবে আজকের অনুভূতিটা একটু অন্যরকম।
মনে হচ্ছে কিছু লিখি আজকে। কিন্তু কি লিখব,সেটা আর খুঁজে পাচ্ছি না লিখতে বসে। ব্লগে আমি রাফ করি। মানে হল, যা মনে আসে,লিখে দেই। তাৎক্ষণিক যা মাথায় আসে।
দুঃখের বিষয় হল, আজকে দেখি উল্টাপাল্টাও কিছু মাথায় আসছে না যা লিখব। এতক্ষনে হয়তবা সেটা আপনার বুঝে ফেলার কথা যে,আমি এখনো কোন বিষয় নিয়ে লেখা শুরু করবো তা খুঁজে বেড়াচ্ছি। ধরতে পারলে ভাল। না পারলেও কোন বেপার না। বলেই তো দিলাম।
আচ্ছা, এক কাজ করি। শুরু করি একটা ভালবাসার গল্প লেখা। ধুর। এখন কোন কাল্পনিক চরিত্রকে ভালবাসা পাইয়ে দিতে বা ভালবাসা নামক শব্দটাতে তাকে ঘৃণা ধরাতে কোন ইচ্ছা করছে না। আর তাছাড়াও এই শব্দটা কঠিন।
সবার কাছেই এর অর্থ ভিন্ন। তাই এরকম কোন জিনিস বলে কোন লাভ নাই, যেটার অর্থ এক এক জনের কাছে এক এক রকম। যেমনঃ ভালবাসা কারও কাছে লাল গোলাপ,কারও কাছে লিপস্টিক, কারও কাছে আবার কষ্ট, আবার কারও কাছে সব কিছু অথবা কিছুই না। যাইহোক, এই কঠিন জিনিস বলার চেষ্টা করে কোন লাভ নাই। তাহলে? কি লিখব এখন আমি? কিছুই তো খুঁজে পাচ্ছি না।
আজকে লিখতে আসার অনুভুতি তা অনেকটা এরকম মনে হছে যেমনটা কেউ ফুটবল মাঠে গেল, ফুটবল খেলতে। কারন সে ফুটবল খেলতে খুব পচ্ছন্দ করে। কিন্তু খেলতে এসে সে কোন বল এ পাচ্ছে না। সে যাইহোক। ধুর, কফিটা শেষ হয়ে গেল।
আবার কফি কে বানাবে? না, বানাতেই হবে। এইটা অনেকটা Fuel ।
আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কেননা একটা নতুন চরিত্র সৃষ্টি করি। তারপর না হয় তার সাথে আমার তুলনা করতে পারব। এই যে, সারাদিন মুভি দেখলে তো এরকম এ হবে।
লেখার মাঝে মুভি এর উক্তি মনে পরছে। মুভিটার নাম "Pulp Fiction"। সেখানে একটা লাইন ছিল যে," Just Because You Are A Character, Doesn't Mean You Have Character" কথাটা আমার খুব সুন্দর লেগেছিল বলেই নিশ্চয়ই হটাৎ এই লাইন তা মনে আসলো। এই যে ইংলিশ লাইন তা লিখলাম, সেটাতে কিন্তু আপনি খেয়াল ই করলেন না যে আমি সব ইংলিশ শব্দগুলো শুরু করেছি বড় হাতের অক্ষর দিয়ে। এটার কোন দরকার ছিল না।
ঠিক যেমনটা দরকার ছিল না এই কথাটা । আসলে আবার আর একটা মুভি এর কথা মনে পরে গেল ত। তাই এই কথাটা বললাম। মুভির নাম" American Beauty" সেখানে বলা হয়েছিল,"Look Closer"। তাই পড়ার মাঝে এটা খেয়াল করা দরকার ছিল আপনার।
কারন ? কোন কারন নাই। There Are No Reasons.
ও, আমার তো চরিত্র সৃষ্টির কথা ছিল। চরিত্র আর সৃষ্টি হল না,তাই না? Look Closer- এইখানে কিন্তু "একটি একক চরিত্র" সৃষ্টি হয়েই গেছে। কি? বিশ্বাস হয় না? Define করতে হবে?
ঠিক আছে করছি। ১, যার কথা বলছি, সে লিখতে পচ্ছন্দ করে।
২, সে মুভি দেখতে পচ্ছন্দ করে।
৩, সে ভালবাসা নামক শব্দ তা বুঝতে পারে না। তার মানে এই সম্পর্কে গভীর কিছু তার মনে লুকায়িত আছে।
৪, সে Quotation পড়তে পচ্ছন্দ করে।
৫, বাস্তব জীবন সে Quotation এর মাধ্যমে এগিয়ে নিতে চায়, বা বুঝতে চায়।
৬, সে লেখার খুব চেষ্টা করে মাঝে মাঝে। লিখতে পচ্ছন্দ করা আর লিখার চেষ্টা কিছু এক জিনিস না।
৭, সে কফি খেতে খুব পচ্ছন্দ করে।
৮, সে যে ফুটবল তেমন খেলতে পারে সে,তার সামান্য ধারনা পাওয়া যায়। পারলে অন্য উদাহরন দিত।
৯, নিজের অনুভুতি সম্পর্কে সে খুব সচেতন।
১০, চরিত্র তুলনা করা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে তার মনে হয়।
১১, যেহেতু এতো পয়েন্ট করে ফেলল, সেহেতু বলা যায়, সে নিজেকে Detective এর সমতুল্য ভাবে। ছোট মানের যদিও। :পি
একটু Confusing লাগছে না? যে লিখছে আর সৃষ্ট চরিত্রের মাঝে যে, লেখক নিজেই নিজের চরিত্র বর্ণনা করছে।
এই যে, আবার ও এটা আপনি খেয়াল করেননি। যাইহোক, চরিত্র এক না। কেন এই কথাটা বললাম? আপনার বিশ্বাস হচ্ছে না তাই। আপনার মনে হছেই, দু জন এ একই ব্যক্তি। মনে হলে কিছু করার নাই।
দুজন আলাদা। কারন? কোন কারন নাই। There Are No Reasons.
" একটা কয়েন এর দুপাশ দু রকম থাকলেও দুপাশ মিলেই কিন্তু একটা কয়েন হয়। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।