জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** বিঃ দ্রষ্টব্য
লেখাগুলি আমার নিজের লেখা নয় -- সংগহিত
১/ভোঁর বেলায় সূর্যের প্রথম রশ্মি হয়ে বলে যাব শুভ সকাল ♥
দুপুরের কড়া রোদের মাঝে এক টুকরো মেঘ হয়ে ছায়া দিয়ে যাব ♥
ক্লান্ত বিকেলে এক দমকা হাওয়া হয়ে মন দুলিয়ে যাব ♥
মনোরম সন্ধায় পাখির শেষ কিচির মিচিরের সাথে গুন গুন গান গেয়ে যাব ♥
নিঝুম রাতে একাকি মন খারাপে অতীত স্মৃতির সুখের স্বপ্ন হয়ে আসব ♥
প্রতি মুহূর্তে তোমার সঙ্গেই থাকব ♥
তুমি হয়ত জানবেও না কখনও ♥
২/বৃষ্টি হলে বারান্দায় এসো , ♥
হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা গুলো ধরবে,
যত গুলো ধরতে পারবে .....
ততটুকু তুমি মিস্ করো আমায়!
আর যত গুলো ফোঁটা ধরতে পারবেনা,
জেনে রেখ,
ততটুকু আমি মিস্ করি তোমায়॥ ♥♥
৩/আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুজি তোরে
আপনমনে........
মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলিনা যখন....
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলিনা যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া বাঁচি কেমনে...
বড় একা আমি
নিজের ছায়ার মত,
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসন্গ বৃক্ষের মত
নির্জল নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত আসামীর মত,
বড় একা আমি, বড় একা....
মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু,
বিষাদ এর ভেলা,
তুই ছাড়া একা একা
দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়,
তুই রবি আমারই, তুই ছবি আমারই,
তোরে ছাড়া আমি বাঁচি কেমনে...
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু' হাতে আকড়ে ধরে...................
৪/যখন নিজেকে খুব একা লাগবে ,
সন্ধার বাতাসে নিজেকে খুব হতাশ লাগবে ,
দুঃসহ সৃতিগুলো কষ্ট দিবে ,
একা একা বিষন্ন মনে বেলকোনিতে বসে থাকবে ,
যখন কিছুই ভাল লাগবেনা
তখন আমায় ডেকো একটিবার ।
আমি সব কিছু ফেলে চলে আসবো
তোমার কাছে..... তবে
চিন্তা কোরোনা কোন
কিছু চাইবোনা তোমার কাছে ।
শুধু নিস্বার্থ ভাবে ভালবেসে যাবো ।
৫/দেখার জন্য খুঁজছি না,
শোনার জন্য বলছি না,
ভালোবাসার জন্য ডাকছি না...
আজ আর কিছুই আমি চাইছি না,
তবুও এক অদ্ভুত না পাওয়ার শূন্যতা থেকে
নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি না...
এই শূন্যতা কেবল আঁকড়ে ধরছে আমায়,
আর আমি হারিয়ে যাচ্ছি,
দূর কোন অজানা সীমানায়..................। ।
৬/মুক্ত করে দিলাম তোমায়
আর সেই সাথে শুরু হল ভাঙ্গন আমার...
আমার পৃথিবীতে
তোমার প্রভাব যতই থাকুক না কেন...
আমার পৃথিবীটা...
তোমায় ছাড়া যতই এলোমেলো হোক না কেন
তবুও চাইব না আর তোমায়...
আর কখনো না কোনদিন না...
এতটা স্বার্থপর হয়ে উঠতে পারিনি এখনও
যে শুধু নিজে বাঁচার তাগিদে তোমায় চাইব...
আমি নিঃশেষ হয়ে যাবার পরও যদি
তুমি ভাল থাক তবে সেখানেই আমার শান্তি......। ।
৭/সপ্ন যদি ভেঙে যাওয়ার জন্যই হয়ে থাকে
তবে আর সপ্ন দেখবনা।
সপ্নকে আড়ি দিয়ে পা বাড়াবো বাস্তবতার পানে।
ভয় ছিল তোমাকে হারানোর,
সেটাকে তুমি সত্যিতে পরিণত করলে।
এখন আর কোন কিছু হারানোর ভয় নেই,
আমার আর কোন দুর্বলতা নেই।
কোন কিছুতেই আর ভেঙে পরবো না।
আমার গন্তব্য এখন আর তোমার দিকে নয়,
ইট পাথরের এই পৃথিবীতে ভাঙ্গা হৃদয়টা নিয়ে
বেঁচে থাকার বাসনাই এখন আমার একমাত্র গন্তব্য ......
৮/তোমাকে আমি নতুন করে এখন আর ভালবাসিনা,
কিন্তু একদিন যতটুকু ভালবেসেছিলাম...
ততটুকু ভালবাসা শত তিক্ততার মাঝেও
আমি এখনও বাঁচিয়ে রেখেছি।
হাজার তারার ভীড়ে যখন তোমায় হারিয়ে ফেলি,
তখনও আমি আমাকে নিরাশ হতে দেইনা।
ভাবি যে আমি হাজার তারার ভীড়ে তোমায় খুঁজি,
সেই তুমিও একদিন আমার মাঝে আমাকে খুঁজবা।
চলে যেতে যেতেও আমি বারবার পিছনে তাকাই,
যদি তুমি একবার দুটি হাত তুলে আমাকে ডাকো এই ভেবে।
কিন্তু তুমি মুক্তির আশায় ছুটে চলে গেলে।
যতদূর দৃষ্টি যায় আমি শুধু তোমায় খুঁজি,
হয়তো তুমিও একদিন সবার মাঝে আমার দুটি চোখ খুঁজবে।
৯/আমি যখন মারা যাবো, তখনও আমার মনের সর্বস্ব দিয়ে শুধু তোমায় ভালোবেসে যাব।
ওই দূর আকাশ থেকে শুধু তোমায় দেখে যাব, আর তোমার জন্যে প্রার্থনা করব।
যখন দেখব তুমি হাসছ বুঝে নেব আমাদের মধুর স্মৃতিগুলো মনে করে হাসছ।
যখন দেখব তুমি কাঁদছ বুঝে নেব আমায় কাছে না পাওয়ার যন্ত্রণা তোমায় পোড়াচ্ছে।
মৃত্যুর পরের জগতেও আমার চিন্তা চেতনায় শুধু তুমি রবে।
যখনই তুমি আমায় ভাববে বুঝে নেব আমি কখনও কাওকে ভালবাসা দিতে পেরেছিলাম।
কিন্তু মনে একটা প্রশ্ন আসে, যখন আসলেই আমি মারা যাব?
তুমি কি ভাববে আমার কথা?
যে চোখ আমায় দেখে কখনও হেসেছে সেকি কখনও আমার কথা ভেবে কাঁদবে।
তখন কি তোমার মনে পরবে কখনও আমরা হাত ধরে নদীর পাশে হেঁটেছি?
মনে পরবে একসাথে কতযে কথা কতনা গান গেয়েছি?
যখন আমি মারা যাব তখনও কি আমায় এভাবেই ভালবাসবে?
জানি জীবন কারো জন্যে থেমে থাকে না। তোমার জীবনও জিবনের নিয়মে এগিয়ে যাবে।
আমি চাইনা তুমি আমায় ভেবে জীবনকে থামিয়ে রাখ। চাইনা আমার কবরে যেয়ে একটি গোলাপ দিয়ে এসো, চাইনা আমার জন্য এতটুকুও অশ্রু ঝরাও।
শুধু এটুকু চাই।
কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো "তোমাকে এখনও অনেক ভালোবাসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।