আকাশ ভরা জোৎস্না দেখি অনেক দিন ধরেই ভাবছি একটা পোস্ট দিব বিষয়টা নিয়ে। সময়ের অভাবে ইচ্ছে থাকলেও সম্ভব হয় না। প্রথম থেকেই লক্ষ করছি দুই ধরনের লোক বেশি কথা বলছে বিচারের বিষয়ে। খালি কলসি বাজে বেশি। আসলে উভয়ই খালি কলসি।
একটি হল জামাত, তারা বিচার না করার জন্য সাধারণ মানুষকে বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা চেষ্টা করছে। আরেকটি দল আওয়ামীলীগ যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে ভোট নিয়ে এখন বিচার না করে এবং এটা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টায় লিপ্ত। আসলে উভয়ই ইতিহাসের কাছে অপরাধী। অপরাধ করা আর অপরাধীদের বিচার না করা উভয়টিই অপরাধ।
বিচারের বিষয়ে কয়েকটি না বললেই নয়।
জামাতকে যখনই যুদ্ধাপরাদ্ধীদের বিচারে অভিযুক্ত করা হয় তখনি তারা সাধারন মানুষদের কাছে গিয়ে ইসলামকে রক্ষা কবয করার চেষ্টা করে। একটা কথা কখনই ভুলে যাওয়া উচিত নয় যে জামাত মানেই ইসলামী আন্দোলন নয়। ইসলামী আন্দোলন বন্ধ করার ক্ষমতা কারো নেই। কখনই হবে না। আমরা ইসলামী আন্দোলনের সাথে সব সময়ই আছি।
কিন্তু জামাত একটা স্বতন্ত্র রাজনৈতিক দল যেকোনভাবে ক্ষমতায় যাওয়া যাদের মূল লক্ষ্য, ১৯৭১ তার রাজনৈতিক সিদ্ধান্তের কারনেই জার্মানির নাৎসি দলের মতো চিরতরে নিষিদ্ধ করতে হবে।
আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অভিযোগ প্রমাণের ভিত্তিতেই বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভিযোগ প্রমানিত না হলে তাকে শাস্তি দিতে হবে এমনটি আমরা সাধারণ মানুষ কখনই বলি না। যুদ্ধাপরাধীদের বিচার এমন একটি স্পর্শকাতর বিষয় এটা নিয়ে ইচ্ছে মতো মন্তব্য করার অধিকার নৈতিক ভাবে কারো নেই। যুক্তি বা অংকের হিসাব দিয়ে আমরা ইচ্ছে মতো বলতে পারি না যে বিচার করা উচিৎ নয়।
কারণ এটার সাথে লক্ষ মানুষের কান্নার শব্দ জড়িত, লক্ষ মা বোনের ভায়ার্ত স্মৃতি জড়িত, লক্ষ নির্যাতিতের আর্তনাদ জড়িত। তাই সুষ্ঠু বিচার কামনা করাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিৎ। যদিও বর্তমান সরকারের বিচার নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। এই বিচার বানচাল এবং এটা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা আওয়ামীলীগের কার্য হয়ে দাড়িয়েছে। জামাতের শীর্ষ নেতাদের অনেকেকেই বিচার কাঠগড়ায় এখন পর্যন্ত দাড়ঁ করানো হয়নি।
বিচার নিয়ে অহেতুক কাল বিলম্বতো আছেই।
একটা বিষয় আমাদের সকলের কাছেই প্রশ্ন হয়ে দাড়িয়েছে, ক্ষমতার ভাগাভাগিতে তাহলে কি আওয়ামীজামাতের গোপন ঐক্য তৈরী হয়েছে? ক্ষমতা এবং কুলাঙ্গারের রাজনীতিতে এটা কখনই অসম্ভব নয়। এর আগেও আমরা ক্ষমতার লোভে তাদেরকে এক হতে দেখেছি।
তাই এই দেশের আবালবৃদ্ধবনিতাকে এখনই ঐক্যবদ্ধভাবে এই বিচার সঠিকভাবে দ্রুত হবার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।