দ্রোহের আগুনে উঠুক জ্বলে আমার তখন দূরন্ত শৈশব
প্রজাপতির পিছে সময় ভুলি
কৈশোরটা দিচ্ছি ছুঁয়ে আজ
হাতে আছে ইজেল ,রং,তুলি।
ছুটি যেন কাঠবেড়ালি
ফড়িং হয়েই উড়ি
মাঝে মাঝে হঠাৎ হাতে
মান্জ্ঞা ,লাটাই, ঘুড়ি।
স্বপ্ন আঁকি চোখের পাতায়
অনেক বড় হবো
পঙ্খীরাজের পিঠে চেপে
তেপান্তরে যাব।
গড়বো স্বদেশ নিজের হাতে
সোনার বাংলাদেশ
হঠাৎ করে কিযে হলো
স্বপ্ন হলো শেষ।
দিনের আলোয় ভয়াল থাবা
দুমড়ে আমার প্রান
বোনেরা সব হয় আগুয়ান
বাঁচাতে মোর মান।
তারপরেতে দিকে দিকে
গর্জে ওঠে জেনো
চোখটা যতই রাঙ্গাক ওরা
নেই ভয় নেই কোন।
আঈন মানা লোকেরা সব
করছে দূরে ছি ছি
হলুদ রঙ্গের লোকরা বলে
মরছো মিছিমিছি।
তর্জনিটা দেখিয়ে বলে
দেখে তোদের নেবো
বোনযে আছে তোমার ঘরেও
একটু সেটাও ভেবো।
এরা যে সব হায়েনা পশু
নেই তো তাদের জানা
কোটি মানুষ দাঁড়িয়ে যে আজ
দাওনা যতই হানা।
আমরা সবাই আজ আমাদের
বোনের পাশেই জুটি
ছুঁতে যদি চাসরে আবার
ধরবো চেপে টুটি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।