আমাদের কথা খুঁজে নিন

   

কেন প্রতিধ্বনি ?

প্রথমেই বলে রাখি প্রতিধ্বনি একটি স্বেচ্ছাসেবী রক্ত দান প্রতিস্ঠান। এই প্রতিস্ঠানের ‍সদস্যরা নিজে স্বেচ্ছায় রক্ত দেয় এবং অন্যকে রক্ত দানে উৎসাহিত করে। রক্ত দান এমন একটি কাজ যা যুগ যুগ ধরে আমাদের সমাজে অত্যন্ত সন্মানিত কাজ । বঙ্কিম চন্দ্র বলেছিলেন “পরের জন্য আত্নবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের কোন মূল্য নাই” । যদিও রক্তের গ্রুপ নির্ণয় করেন ল্যান্ডুইস ১৮৭৫ সালে (বঙ্কিমের জানার কথা নয়) তার পরেও বঙ্কিমের এই অমিয় বাণি বাঙালিদের অনুপ্রেরনার উৎস্য ছিল এবং থাকবে ।

অনেকের রক্তদানের ‍সদিচ্ছা থাকলে ও সময়ের এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারনে অনেক সময় তা হয়ে উঠে না । কিন্তু সময় এবং সুযোগ কারোর জন্য বসে থাকে না । প্রকৃতি তার নিজস্ব গতিতে এগিয়ে চলে এবং কোন না কোন ভাবে সে তার সৃস্টিকে রক্ষা করার উপায় বের করবেই । বতমান সময়ে চিকিৎসা শাস্ত্রের উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমাদের এই কথা ভাবতে বাধ্য করছে । দেখুন একবার চিন্তা করে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে যদি যোগাযোগ ব্যবস্থা সেকেলে হত তবে কি অবস্থা হত ?একবিংশ শতাব্দীতে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধিত হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই প্রতিধব্নির বেড়ে উঠা ।

প্রতিধ্বনির লক্ষ এবং উদ্দেশ্য একটাই সেটি হল রক্ত দাতা এবং গ্রহীতা উভয়ের মাঝে যোগাযোগে সাহায্য করা । এছাড়াও প্রতিধ্বনি প্রায়ই জনসচেতেনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন রক্ত দান ‍কমর্সূচির আয়োজন করে থাকে। একই উদ্দেশ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে একটি দলের সৃস্টি কেরা হয়েছে। আপনারা যারা নিয়মিত ফেইসবুক ব্যবহার করেন তারা এই দলে যোগ দিতে পারেন। নিন্মে এর লিংক দেওয়া হল http://www.facebook.com/groups/protidhoni একবার যোগ দেওয়ার পর আপনি আপনার বন্ধুদের এখানে যোগদানের আমন্ত্রন জানাতে পারবেন ।

এখানে চাইলে আপনি কাওকে রক্ত দিতেও পারেন আবার রক্ত দানে উৎসাহিত করতে পারেন । আপনার প্রয়োজনের কথা ও নিঃসংকোচে এখানে লিখতে পারেন। প্রতিধ্বনি সবসময় আপনার পাশে আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।