আমাদের কথা খুঁজে নিন

   

দূখিঃত খলিল, পলাশ, কান্ত, মনিব হোসেন, শামাম, টিপু সুলতান (যাদের কে আজ কিছু নরপিছাশ খুন করেছে)

আমি বিশেষ কেউ না..এখনো পড়ছি। অনেক কিছু হবার সপ্ন দেখি। আজ খবরটা শুনেই মেজাজ টা খারাপ হয়ে গেল। আমিনবাজার এ ৬ জন ছাত্র কে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসি। মগেরমুল্লুক পাইছে নাকি যে যাকে ইচ্ছা তাকে মেরে ফেললাম? সরকার মনে হয় চোখে আঙ্গুল দিয়ে বসে আছে।

তারা কিছুই চোখে দেখতাসে না? কবে যে আসব মাথা মোটা মানুষগুলো একটু বুঝার চেষ্টা করবে? আরো কত লাশ পরলে তাদের শুভ বুদ্ধি হবে? কিছু দিন আগে ৩৩ জন ছাত্র মারা গেল রোড় দুর্ঘটনআয়। আজ আরো ৬ জন ছাত্র। বিশ্ববিদ্যালয়ে মারামারি তে ছাত্র মরলো, ভিকারুন্নিসায় ছাত্রী নির্যাতন, আরও কত ছাত্র-ছাত্রী কত রকম নির্যাতনের শিকার। কবে তারা একটু শান্তিপূণ জীবন কাটাবে? শান্তিপূণ ভাবে পড়তে পারবে? সরকার কি পারে না তাদের নিরাপত্তা দিতে? তা না হলে এই সরকারের দরকার টা কি? দূখিঃত খলিল, পলাশ, কান্ত, মনিব হোসেন, শামাম, টিপু সুলতান (যাদের কে আজ কিছু নরপিছাশ খুন করেছে), আমরা তোমাদের কে একটি সুন্দর দেশ দিতে পারি নি। এখানে আছে কিছু স্বার্থান্বেষি কিছু মানুষ আর লোভি কিছু কুকুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।