There is more than one of everything... ভাইয়েরা আমার,
১ টা মোবাইল কিনতে চাচ্ছিলাম।
বাজেট ১০,০০০ টাকা।
নোকিয়া সি ০৩-০০ টা কেমন হবে?
আরেকটা সেট দেখলাম সিম্ফনি এক্স ১১৫
আমার কাছে শুধু সাদা সেট টার ছবি আছে। কালো সেট টা আরো অনেক সুন্দর।
অনেকে হয়ত ভাববেন নোকিয়ার সাথে কেন সিম্ফনির তুলনা করছি!
কারণ নোকিয়া সি ০৩ ব্যবহার করিনি।
ইউজ করে কেমন আরাম জানিনা। নোকিয়া স্টাইলিস না।
সিম্ফনি সেট টা দেখতে অনেক সুন্দর, দামও অনেক কম। বাটন গুলা গোটা গোটা, টাইপ করে মজা মনে হয়।
এখন সবাই দেখি এন্ড্রয়েড সেট এন্ড্রয়েড সেট করে।
কম দামী এন্ড্রয়েড সেট কি কি আছে কেউ বলতে পারেন?
বা এই সিস্টেমের সাথে সিম্বিয়ানের কি পার্থক্য?
গরীব মানুষ, ভাই। বারবার সেট কিনতে পারবো না। সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।