আমি আকাশ নীলীমায় ঘেরা জানি একাকীই বাকী পথ চলতে হবে আমায়, অনর্থক আর ডেকে কষ্ট দিতে চাই না তোমায়, আমার যে খুব দ্রুত ফুরিয়ে আসছে সময়- শেষ মূহুর্তেও যে আমি তোমাকে দেখতে চাই, তুমি থাকবে তো পাশে? আমি যত দূরে যাই! সামান্য সময় যদি তুমি আড়াল হও চোখের, আমার মনকে গ্রাস করে চিন্তা সবই দুঃখের, স্বস্তি পাই যখন কোন কথা শুনি তোমার মুখের! শেষ বেলায় যেন আমি তোমার কথা শুনতে পাই- এই অনুরোধটা রেখ, আমি যত দূরে যাই। আমার কথাগুলো জানি না থাকবে কিনা স্মরণে, যদি থাকে তবে যে আমি সুখী হব মরণে- প্রতি মূহুর্তে আমি যে মরে বাঁচি হৃদয় ক্ষরণে! তোমার স্মৃতির পাতায় কি একটু মিলবে ঠাঁই? বেশী না, এইটুকুই চাই, আমি যত দূরে যাই। মেঘে মেঘে যে অনেক বেড়ে গেল বেলা, এরই মাঝে জীবন করে নিলো কত নিষ্ঠুর খেলা, অসহায় আমি মাঝ সমূদ্রে ভাসাই ভেলা! বহুদূরে গিয়েও আমি কূলের দেখা নাহি পাই- কেউ ডাক দিলো না আমায়, আমি যত দূরে যাই। রাতের আকাশে কখনও যদি দেখো সন্ধ্যাতারা, জানি না তখন আমার কথা মনে করবে কারা, আমার কোলাহলে হয়ত বিরক্ত হত যারা! সকলের মাঝে আমি বেঁচে থাকতে চাই, মরতে দিও না আমায়, আমি যত দূরে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।