'মুখবন্ধ' লিখতে গিয়ে বারবার আয়নায় তাকাই। যারা লো স্পিড ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে Youtube এ ভিডিও দেখা একটা দুঃসপ্ন ছাড়া আর কিছুই নয়।
এই হাই-টেক জমানায় কপাল চাপড়ানোর দিন শেষ।
১। আপনার কম্পুতে Real player না থাকলে এইখান থেকে যথাসম্ভব লেটেস্ট ভার্সন নামান এবং Install করুন।
২। Browser রিস্টার্ট দিন। [Firefox হলে ভাল হয়]
৩। কম্পিউটারের ব্রাউজারে m.youtube.com এ যান।
৪।
যেকোন ভিডিওর ইমেজটির উপর ক্লিক করুন। বাই ডিফল্ট একটা উইনডো আসবে। Real player সিলেক্ট করে ok দিন।
৫। এবার মজা দেখুন।
[এইটা সম্পূর্ণ আমার নিজের উদ্ভাবিত পদ্ধতি। কারো সাথে মিলে গেলে এটা একটা কাকতালীয় ব্যপার মাত্র। তাছাড়া আমিতো আর এর পেটেন্ট দাবি করছি না!!!
৯নং কমেন্ট দেখুন। ঐটা আরো সহজ হতে পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।