আমাদের কথা খুঁজে নিন

   

সুদীপ্ত মণ্ডল মৌলবাদি দ্বারা কি বুঝাতে চান আপনি?

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে সুদীপ্ত মণ্ডল ভাই এর একটা পোস্ট পড়লাম মাত্র, শিরোনাম "দেশ কি মৌলবাদিদের হাতে চলে যাচ্চে?? " আমি অনেক দিন হল এই ব্লগ এ রেজিস্ট্রেশন করেছি কিন্তু কোন পোস্ট করিনি আজ পর্যন্ত । আর এখন পর্যন্ত কমেন্ট করার অনুমতি লাভ করিনি। তাই এই পোস্টটি সুদীপ্ত মণ্ডল কে উদ্দেশ করে লিখলাম। সুদীপ্ত মণ্ডল দের মত ক্যাবলা লেখক দের লেখা পড়ে সত্যি কষ্ট হয়। সুদীপ্ত মণ্ডল এর কাছে আমার প্রশ্ন "হটাত এত মৌলবাদী এল কিভাবে?" এই লাইন দ্বারা কি বুঝাতে চান? সুদীপ্ত মণ্ডল মৌলবাদীদের কি আপনি সন্ত্রাসী আখ্যা দিতে চান? আপনার মত কিছু মূর্খ গণ্ডার (মুসলিম বা অমুসলিম যেই হোক ) 'দের জন্য জ্বিহাদ এর ভুল ব্যাখ্যা হচ্ছে , মৌলবাদি শব্দ আজ সাধারন মানুষের কাছে আতঙ্কের না্মে পরিনত হয়েছে।

আম্বিয়া মাদাম যে জামাতি শিক্ষিকা সেটা আপনারে কে বলছে? আর জামাতি হইলেই যে উনি কারাপ হয়ে যাবেন এটা আপনারে কে কইলো? আর যদি আপনার সাথে তাল মিলায়া ধোরেনি উনি জামাতি অথবা মৌলবাদী তবে কি নিশ্চয়তা আছে যে অন্য রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত / অন্য ধর্মের কেউ উনার চেয়ে খারাব/সন্ত্রাসি/বিশৃঙ্খলা সৃষ্টিকারি হবে না? আপনার যদি কোন বিশেষ রাজনৈতিক দল এর প্রতি খেদ থেকে থাকে তবে তাদের ভুল গুল নিয়ে আলোচনা করুন, যুক্তিযুক্ত কথাবাত্রা বলুন । আজাইরা হিট করার জন্য নামকা ওয়াস্তে বিতর্কের অবতারন করবেন না। দাড়ি টুপি ওয়ালা লোক সব রাজনৈতিক দলেই আছে, সব দলেই কম বেশি বিতর্কিত লোক আছে, আসে দেশদ্রোহী ,আছে লুটেরা । তাই আপনাদের মত হাবা হাসমত দের কাছে সবিনয়ে অনুরোধ দয়া করে অন্য ধর্মকে হেয় করার চেষ্টা করবেন না। আর যে ব্যাপারে পুরপুরি অবগত না সে ব্যাপারে মোড়ল গিরি ফলিয়ে নিজে কে হাস্যকর বিষয়ে পরিনত করবেন না।

সুদীপ্ত মণ্ডল এর পোস্ট Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।