আমাদের কথা খুঁজে নিন

   

ডেফিনিশন অফ "মাগুর মাছ"...???

কি যে বুঝিনা তাই বুঝিনা...!!! :( মাগুর মাছ আজ একটি প্রতিবাদের ভাষা!!সমাজের রুই কাতলাদের প্রভাবে আজ সাধারণ মানুষ জর্জরিত।মাগুর মাছ ই হতে পারে এই সব রুই কাতলাদের বিরুদ্ধে লড়াই করার একমাত্র অনুপ্রেরণা!! মাগুর মাছ আজ শুধু আর একটি মাছ নয়;এটি একটি ধারনা,একটি চেতনা,একটি আদর্শের নাম।দেশ-কাল-জাতির গন্ডি পেরিয়ে, ধর্ম-বর্ণ-গোত্রের সীমাবদ্ধতা ছাড়িয়ে,নোনা পানি-মিঠা পানি এবং ঘোলা পানি নির্বিশেষে ইহা আজ একটি সর্বজনীন মৎস-সত্বা।বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আর্ত-মানবতার স্বপক্ষে যাবতীয় বৈশ্বিক প্রশ্নের একমাত্র যুগোপযোগী উত্তর মাগুর মাছ। এ যেন শুধু মাগুর নয়,এ যেন সকল প্রশ্নের জর্জর হতে মানবতার মুক্তির মাছ...!!! এইখানে আছে ব্যাখ্যা অ্যা ডকুমেন্টালি~! ফ্লিম অন মাগুর মাছঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।