আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সিগঞ্জ দর্শন - বেদনা ও বিরক্তি

“আমি মুক্ত মতে বিশ্বাসি ” বেদনা-আজ আমি প্রথম মুন্সিগঞ্জ জেলায় দিয়েছি। নতুনকে জানার ইচ্ছাকে পূরনের লক্ষ্যেই গিয়েছিলাম। ঢাকা থেকে বেড়িয়ে নারায়নগঞ্জ জেলার মধ্যে কোন এক জায়গায় রোড এক্সিডেন্ট দেখেছি। এ বড় মর্মান্তিক। নুন্যতম ১০ হাত পর্যন্ত টেনে নিয়ে গেছে মানুষটিকে।

কসাই খানায় যেমন হার পরে থাকে তেমনি হারগুলো পরে ছিল রাস্তায়। মাংস গুলো ছিন্নভিন্ন অবস্থায় বিভিন্ন যায়গায় পরে ছিল। বিরক্তি- মুন্সিগঞ্জ সম্পর্কে আমার যা ধারনা হয়েছে। তা চরম বিরক্তিকর। সংক্ষেপে বল্লে ১- অশিক্ষিত, ২- দরিদ্র, ৩- অপরিচ্ছন্ন একটি শহর, ৪- কুসংস্কারাচ্ছন্ন উল্লেখিত চারটি বিষয় আমি মিরকাদিম থানা অবস্থান দেখে বল্লাম।

তবে পুরো জেলা এবং সদর থানা কেমন আমি জানিনা। একটি শহরের একটি মাত্র সরকারি পলিটেকনিক কলেজ যদি সেই শহরের মানুষ না চেনে তাহলে কি বলব ? ভকেশনাল এবং পলিটেকনিক কলেজ এর মধ্যে পার্থক্য যদি না বুঝে তাহলে কি বলব। ১০ মিনিট বললেই মাজার এত বাবারা মুন্সিগঞ্জে কোথা থেকে এলো বুঝিনা। কার মাজার আসাল কার মাজার নকল বোঝা দায়। আর কিছু বলতে গেল বেশি বলা হয়ে যাবে।

আমি কাল রাতে নেট থেকে মুন্সিগঞ্জ জেলার দর্শনিয় স্থানের নামের লিস্ট করেছিলাম। শুধু পলিটেকনিকাল খুজতেই যখন ২ ঘন্টা লেগে গেছে তখন অন্য সব না খুজে ঢাকায় চলে এসেছি । আমার লেখা পরে কেউ কষ্ট পেল আমি আন্তরিক ভাবে দুক্ষিত ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।