আমাদের কথা খুঁজে নিন

   

"BENSON & HEDGES" নামকরনের পিছনের কাহিনী (সংগৃহীত)

আধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময় শুন্যতায় ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়.... স্বপ্নময় ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়.. শূন্যতায় নির্বাসিত স্তব্ধ সময়... তখন ইংল্যান্ড এর লোকজন আমেরিকানদের তুলনায় অনেক এগিয়ে ছিল। তাই দুদেশের মানুষদের মধ্যে একধরনের শীতল সম্পর্ক বিরাজমান ছিল। ঐসময় ইংল্যান্ডের এক তরুণীর নাম ছিল বেন (BEN)। আর একজন আমেরিকান তরুন ছিল যার নাম হেজেস (HEDGES) । তারা একজন আরেকজনকে ভালবাসতো।

কিন্তু যেহেতু তারা দুজন দুদেশের এবং দুদেশের মধ্যে জাতিগত ভেদাভেদ ছিল তাই Ben & Hedges বুঝতে পারল তাদের পরিবার কখনই এটা মেনে নিবে না। কিন্তু তাই বলে তারা আলাদা হতে পারবে না। এদিকে বেনের বাবা মা তার বিয়ে ঠিক করল। তাই তারা এমন কিছু করতে চাইল যাতে তাদের ভালবাসা স্মরণীয় হয়ে থাকে । তারা এইকাজে আগুনকে বেঁছে নিল।

দুজনই একসাথে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করলো । এটার পর তাদের পরিবার ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙ্গে পডে। কিন্তু তাদের আদরের সন্তানদের ফিরে পাওয়ার কোন রাস্তাই তখন তাদের জানা নেই। কিন্তু তারা এইভাবে তাদের সন্তান দের হারিয়ে যাওয়া মেনে নিতে পারছিল না। শেষমেশ দুই পরিবার একসাথে মিলে এমন কিছু করতে চাইল যাতে তাদের সন্তানদের স্মৃতি সারাজীবন মানুষ মনে রাখে ।

তারপর তারা "BENSON & HEDGES" নামক সিগারেট ব্র্যান্ডটির জন্ম দেয়। এটার পিছনে উদ্দেশ্য ছিল যেহেতু তারা নিজেদেরকে আগুনে পুডিয়ে মেরেছে তাই পৃথিবীতে প্রতি সেকেন্ডে অন্তত একটি সিগারেটও যদি জ্বলে তা পৃথিবীর মানুষকে তাদের নাম স্মরণে বাধ্য করবে। হায়রে আমেরিকা-ইংল্যান্ড!! নিজেদের সন্তানদের স্মৃতি বাঁচিয়ে রাখতে গিয়ে আরও কতো পরিবারের সন্তানদের যে তাদের বাবা-মায়ের কাছে "স্মৃতি" করে দিচ্ছে কি তাদের মাথায় আসে নাই ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।